নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

2:53 pm , September 26, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের কীর্তনখোলা নদী দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। বিশ্ব নদী দিবস উপলক্ষে ওই দাবি তুলে ধরে পরিবেশ সংগঠনগুলো। শনিবার বেলা ১১টায় বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবনে বরিশাল নদী দিবস উদ্যাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিভাগীয় সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক এক জরিপে বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা, জেলখাল, রসুলপুর, চরকাউয়া খেয়াঘাট, ডিসি ঘাট এবং ত্রিশ গোডাউন এলাকায় নদী দখল এবং দূষণের চিত্র পেয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ওই দখল ও দূষণের সঙ্গে জড়িত। বরিশাল নগরীর বিভিন্ন প্রান্তে থাকা ৭টি ওষুধ শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য কীর্তনখোলা নদীতে নিষ্কাশনের ফলে নদীর পানি ক্রমেই দূষিত হচ্ছে। দখল-দূষণে কীর্তনখোলা চরমভাবে হুমকির মুখে। এভাবে চলতে থাকলে আগামী ১০ থেকে ১৫ বছর পর কীর্তনখোলা নদী হারিয়ে যাবে এমন আশঙ্কা তাদের। এ কারণে দখল উচ্ছেদ এবং দূষণ বন্ধ করে কীর্তনখোলা নদীর প্রবাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভিন্ন পর্যায়ের সদস্য শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) বরিশাল সমন্বয়কারী লিংকন বাইন, জনস্বার্থ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের সদস্য মো: মানওয়ারুল ইসলাম অলি ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের বরিশাল সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT