৫ দিনের বৃষ্টিতে নাকাল আমতলী ৫ দিনের বৃষ্টিতে নাকাল আমতলী - ajkerparibartan.com
৫ দিনের বৃষ্টিতে নাকাল আমতলী

2:01 pm , September 24, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলীতে পাঁচ দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। কখনো গুড়িগুড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানের নি¤œঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক স্থানে মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে কলাপাড়া আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। এদিকে বৃষ্টিপাতের কারণে করোনাকালে বেশি দুর্ভোগে পড়েছে উপজেলার নিম্ন আয়ের মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যারা বৃষ্টির মধ্যে ঘর থেকে বাইরে বের হচ্ছে তাদের দুর্ভোগের শেষ নেই। ভেড়ী বাধেঁর বাইরের পরিবার গুলো জোয়ার ও বৃষ্টির পানিতে মানবেতর ভাবে জীবন যাপন করছেন। আমতলী উপজেলা কুষি অফিসার সি এস রেজাউল করিম জানান, বৃষ্টিতে রোপা আমন পানির নিচে তলিয়ে রয়েছে এতে তেমন কোন ক্ষতি হবেনা । তবে বর্তমানে আমতলী উপজেলায় ৫০/৬০ একর জমিতে সবজি চাষ করা হয়েছে এই ভাবে আর কয়েকদিন বৃষ্টিপাত চলতে থাকলে নিম্ন এলাকার সবজির ক্ষেত পানিতে নিমজ্জিত হতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT