3:43 pm , September 19, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ভাটিখানা এলাকায় রাতের আঁধারে শতবর্ষী একটি পুকুর ভরাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, পুকুরটি ব্যক্তি মালিকানাধীন হলেও স্থানীয় হাজারো পরিবারের ব্যবহারযোগ্য পানির উম্মুক্ত উৎস। গত বৃহস্পতিবার রাতে শতাধিক ট্রাক বালু ফেলে পুকুরটি ভরাট শুরু হলে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তারা মানববন্ধনে পুকুর ভরাট প্রতিরোধের ঘোষণা দেন।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, স্থানীয় বাসিন্দা ও শ্রমিক নেতা আকতার রহমান সপ্রু, স্থানীয় কাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি সেলিম মৃধাসহ অন্যান্যরা।