বঙ্গবন্ধু নিজ হাতে বৃক্ষরোপন করতেন ও গাছকে ভালোবাসতেন-বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান বঙ্গবন্ধু নিজ হাতে বৃক্ষরোপন করতেন ও গাছকে ভালোবাসতেন-বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান - ajkerparibartan.com
বঙ্গবন্ধু নিজ হাতে বৃক্ষরোপন করতেন ও গাছকে ভালোবাসতেন-বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান

2:37 pm , August 13, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম বলেছেন, আমাদের ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে স্থান পেত না লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। ইতিহাসের মহানায়কেরাই কেবল জীবনের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পারেন। উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারেন জীবনের পরতে পরতে। আর এমন মহানায়ক পাওয়া তো যে কোনো জাতির জন্যই পরম ভাগ্যের। বঙ্গবন্ধু নিজ হাতে বৃক্ষরোপন করতেন ও গাছকে ভালোবাসতেন। বাঙালি জাতি হিসেবে আমরাও অনেক সৌভাগ্যবান। গতকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার জেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠানের সভাপতি বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম এ কথাগুলো বলেন। বক্তব্য শেষে চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম অফিস চত্ত্বরে আম গাছ, কাঁঠাল গাছ, আমলকি গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ রোপন করেন। বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, সদস্য মোঃ জিল্লুর রহমান মিয়া, সিনিয়র সহকারী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম আকন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, প্রধান সহকারী আসম মনিরুজ্জামান নাসির, সাঁটলিপিকার মোঃ ফারুক হোসেন, উচ্চমান সহকারী মোঃ ছরোয়ার হোসেন, অফিস সহকারী মোঃ সাইফুর রহমান, সার্ভেয়ার মোঃ আল-আমিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT