বাবুগঞ্জে ব্রিজ মেরামত না করায় মানুষের চলাচলে ভোগান্তি বাবুগঞ্জে ব্রিজ মেরামত না করায় মানুষের চলাচলে ভোগান্তি - ajkerparibartan.com
বাবুগঞ্জে ব্রিজ মেরামত না করায় মানুষের চলাচলে ভোগান্তি

4:04 pm , August 11, 2020

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া ও সিংহেরকাঠী সংযোগস্থলের এই লোহার ব্রিজটি দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় বেহাল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। জনগুরুত্বপূর্ণ ব্রিজের মাঝের বেশিরভাগ অংশ ভেঙে পড়ায় জনসাধারণকে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই এলাকার বেশিরভাগ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ও এখানকার বেশিরভাগ পরিবার তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে বাবুগঞ্জ বন্দর বাজারে ও বরিশাল জেলা সদরে যাতায়াত করে থাকেন। বর্তমানে ব্রিজটির অবস্থা এতই নাজুক হয়ে পড়েছে যে তার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসী দুর্ঘটনা ও দুর্ভোগ এড়াতে অবিলম্বে ব্রিজটি ভেঙে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন পুতুল বলেন, ব্রিজটি ভেঙে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবীর সাথে তিনিও সহমত প্রকাশ করে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে অচিরেই ব্রিজটি মেরামতের জন্য ব্যবস্থা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT