সৌদির খেজুর চাষে সফল উজিরপুরের মামুন হাওলাদার সৌদির খেজুর চাষে সফল উজিরপুরের মামুন হাওলাদার - ajkerparibartan.com
সৌদির খেজুর চাষে সফল উজিরপুরের মামুন হাওলাদার

3:46 pm , August 6, 2020

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ দীর্ঘ সময়ে সৌদি আরবে চাকুরি করার সুবাদে নিজ জন্মস্থানের মাটিতে সৌদির সুস্বাদু খেজুর চাষাবাদে আগ্রহ জন্ম নেয় উজিরপুরের বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের মকবুল হাওলাদারের পুত্র মামুন হাওলাদার(৪০) এর। অবশেষে তিনি সফল হয়েছেন। তার খেজুর বাগানে বেশ কয়েকটি গাছে খেজুর ফলন হয়েছে। যা সৌদির খেজুরের মত সু-স্বাদু। মামুন হাওলাদার দীর্ঘ ১৮ বছরের সৌদির প্রবাস জীবনের বিভিন্ন ভাবে খেজুরের চারা (ট্যাম) যতœ সহকারে দেশে পাঠিয়ে চাষাবাদের শুরু করেন। সর্বশেষ ২০১৫ সালে প্রবাস জীবনের ইতি টেনে খেজুর চাষাবাদের স্বপ্ন নিয়ে দেশে ফিরেন মামুন। তারপর নিজের বাড়ির আঙ্গিনায় খেজুর চারা রোপন করে যতœ করে একটি বাগান করেন। ৫ বছরে ওই বাগানে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে নানা প্রচেষ্টায় তার বাগানে প্রায় ছয় মাসআগে খেজুরের ফলন আসে। বর্তমানে বেশ বড় আকারে খেজুর রয়েছে তার বাগানের বেশ কয়েকটি গাছে। যা খাওয়ার উপযোগী হয়েছে। সৌদি আরবের উন্নত জাতের খেজুর ফলন হওয়ার খবরে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় জমায় মামুনের বাড়িতে। খেজুর চাষি মামুন হাওলাদার জানিয়েছে, তিনি সৌদি আরবে চাকুরি করা অবস্থায় দেশের মাটিতে খেজুর ফলনের স্বপ্ন দেখেছেন। নানা প্রতিকুলতার মধ্যে অবশেষে তিনি সফল হয়েছেন। দক্ষিনাঞ্চলে সৌদি আরবের খেজুর চাষাবাদে তিনিই সফল ব্যক্তি। তার বাগানে বর্তমানে ২’শত টির মতো খেজুর গাছ রয়েছে। ওই গাছের সাথে আরও নতুন করে ৭০টি চারা (ট্যাম্প) জন্ম নিয়েছে। কিছুদিন আগে তার খেজুর বাগান থেকে ৪০টির মত চারা গাছ বিক্রি হয়েছে। তার বাগানে বেশ কয়েকটি গাছে খাওয়ার উপযোগী খেজুর ফলন হয়েছে। যার বর্তমান বাজারে বিক্রয়মূল্য প্রায় ৫০ হাজার টাকা। তিনি আরও জানিয়েছেন, তার মত করে সৌদির খেজুর চাষাবাদে আগ্রহী হলে দেশের মাটিতেই সৌদি আরবের সুস্বাদু খেজুর উৎপাদন করা সম্ভব। তার বাগানের উৎপাদিত খেজুর চারা যে কেউ ক্রয় করতে চাইলে কিনতে পারবেন। তিনি আরও জানান, তার বাগানে একসাথে খেজুর উৎপাদন শুরু হলে তিনি খেজুর বিক্রি করে বছরেই প্রায় ১০ লাখ টাকা আয় করতে পারবেন। উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানিয়েছেন, বরিশাল অঞ্চলের মাটি বেশ ভাল, তাই উজিরপুরের ধামসর গ্রামে মামুন সৌদি আরবের খেজুর চাষাবাদে সফল হয়েছেন। তিনি কৃষি বিভাগের সহায়তা চাইলে তাকে যে কোন সহায়তা করা হবে। তার বাগানের উৎপাদিত খেজুর সৌদির খেজুরের মত। স্বাদও একই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT