রোটারী ক্লাবের কীর্তনখোলা নদীতে পোনা অবমুক্ত ও ভ্যান বিতরন রোটারী ক্লাবের কীর্তনখোলা নদীতে পোনা অবমুক্ত ও ভ্যান বিতরন - ajkerparibartan.com
রোটারী ক্লাবের কীর্তনখোলা নদীতে পোনা অবমুক্ত ও ভ্যান বিতরন

2:56 pm , July 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদীতে মাছের পোনা অবমুক্ত ও ছয়টি ভ্যান বিতরন করেছে রোটারি ক্লাব অব বরিশাল মিডটাউন। গতকাল মঙ্গলবার পোনা অবমুক্ত ও ভ্যান বিতরন করা হয়। সকালে কীর্তনখোলা নদীতে মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানের প্রকল্পের চেয়ার ছিলেন রোটরিয়ান মেহেদি হাসান হুমাউন। বিকেলে নগরীর জর্ডন রোডে ভ্যান বিতরন অনুষ্ঠানে প্রজেক্ট চেয়ার ছিলেন রোটারিয়ান পিপি এএফএম আনোয়ারুল হক সাব্বির। তিনি ব্যক্তিগতভাবে ৬জন শ্রমজীবী মানুষকে এ ভ্যান প্রদান করেন। পরে মতবিনিময় সভা হয়। এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান রিজন চেয়ার মাহতাব উদ্দিন আল মাহমুদ, রোটারিয়ান ডিস্ট্রিক লিডার হান্নান মল্লিক, রোটারিয়ান ডেপুটি ডিস্ট্রিক সেক্রেটারী জুয়েল কবির শাহিন, রোটারিয়ান ডেপুটি গর্ভনর সফিকুল ইসলাম চুন্নু, রোটারিয়ান প্রেসিডেন্ট রোটারী ক্লাব বরিশাল মিডটাউন মাহমুদুল করিম চৌধুরী হাসনাইন, রোটারিয়ান প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব বরিশাল হালিম ভূইয়া, রোটারিয়ান রিজন কমিটি চেয়ার রেজিনউল কবির, রোটারিয়ান শওকত আকবর (রুপাতলী ক্লাব), রোটারিয়ান কাজী আল মামুন (সেক্রেটারী আরসি বরিশাল ক্লাব), রোটারিয়ান কাজি আফরোজা সেক্রেটারী বরিশাল মিডটাউন, রোটারিয়ান কাজী মিরাজ মাহামুদ, রোটারিয়ান বজলুর রহমান, রোটারিয়ান আলতাফ মাহমুদ শিকদার, রোটারিয়ান টুটুল চৌধুরী প্রমুখ। এছাড়া রোটারী ক্লাব বরিশাল, বরিশাল মিডটাউন, বরিশাল রুপাতলী ক্লাব প্রতিনিধি রোটারীয়ান গন প্রকল্প উদ্ভোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন। সভা শেষে রোটারিয়ান পিপি এএফএম আনোয়ারুল হক সাব্বির ও রেজিন উল হককে পিএসএফ সার্টিফিকেট প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT