শিক্ষানবীশ আইনজীবীদের মানবববন্ধন শিক্ষানবীশ আইনজীবীদের মানবববন্ধন - ajkerparibartan.com
শিক্ষানবীশ আইনজীবীদের মানবববন্ধন

1:59 pm , June 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত করণের দাবীতে মানববন্ধন করেছে বরিশাল জেলা বার এ্যাসোসিয়েশন শিক্ষানবীশ আইনজীবী সমন্বয় পরিষদ। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল সাড়ে ১০ টায় অশ্বিনী কুমার হলের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচী থেকে এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ন আইন শিক্ষানবীশদের সরাসরি গেজেটের মাধ্যমে এ্যাডভোকেট হিসাবে সনদ প্রদান করার দাবী জানানো হয়।
বরিশাল জেলা বার এ্যাসোসিয়েশনের শিক্ষানবীশ সংগঠনের সমন্বয়কারী মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী মোঃ সরোয়ার হোসেন, গোপাল চন্দ্র শীল, সোনিয়া আক্তার, মোঃ মাসুদ খান, মোঃ রিয়াজ হোসেন, ইসরাত জাহান ডলি, প্রদিপ চন্দ্র হালদার, মোঃ মাইনুল হোসেন রিন্টু, তুষার রঞ্জন পাল, সোনিয়া আক্তার মুনা, রিপন হালদার, অনুপ চন্দ্র শীল, দুলাল বনিক, মোঃ রেজাউল করিম, হিমেল অধিকারী, মোঃ আল আমিন হোসেন, মোঃ সুজন খান, মোঃ মিজানুর রহমান, সালমা আক্তার, সাদিয়া আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে আমাদের এস.সি.কিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে পরেছে। তাই ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ন শিক্ষানবীশ আইনজীবীদের আইনজীবী তালিকায় অন্তভূক্ত করা ও গেজেটের মাধ্যমে প্রকাশ করার দাবী জানান। এছাড়া ২০২০ সালের মধ্যেই এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করে ২০১৭ সালের আপিল বিভাগের রায় কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সংশি¬ষ্ট কর্র্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT