নকল ঔষধ-হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে চার ফার্মেসীকে জরিমানা নকল ঔষধ-হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে চার ফার্মেসীকে জরিমানা - ajkerparibartan.com
নকল ঔষধ-হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে চার ফার্মেসীকে জরিমানা

1:55 pm , June 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে নকল ঔষধ ও হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ফার্মেসী থেকে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার নগরীর কাটপট্টি রোডে ওই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান। অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা ছিলেন ড্রাগ সুপার অদিতি স্বর্ণা।
তিনি জানান, অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ ও হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে। এছ্ড়াাও নকল ও মেয়াদোত্তীর্ণ এসব হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ বিক্রির দায়ে কাঠপট্টি এলাকার নূর মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিকেল কর্নারকে ৫ হাজার টাকা, স্বপ্নীল মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং আরমান মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার করা নকল ঔষধ ও স্যানিটাইজার ধ্বংস করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT