নেছারাবাদ থানায় অভিযোগ দিয়ে বিপাকে সেবিকা নেছারাবাদ থানায় অভিযোগ দিয়ে বিপাকে সেবিকা - ajkerparibartan.com
নেছারাবাদ থানায় অভিযোগ দিয়ে বিপাকে সেবিকা

2:54 pm , June 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ স্বরুপকাঠি উপজেলার নিউ সততা হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের পরিচালকের নানা অপকর্মের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার কাছে দেয়া লিখিত অভিযোগ থানা থেকে উধাও। থানায় অভিযোগ দিয়ে বিপাকে পড়েছে ওই হাসপাতাল থেকে ইস্তফা দেয়া সেবিকা। কথিত সাংবাদিকসহ অজ্ঞাতদের নানা হুমকিতে আতংকিত হয়ে পড়েছেন সেবিকা। গত ৩১ মে নিউ সততা হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের ওটি নার্স পদ থেকে ইস্তফা দেয়া মোসা. সেতু এ অভিযোগ করেছেন। তিনি জানান, গত ২৫ জুন পিরোজপুর জেলা পুলিশের নেছারবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে নিউ সততা হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক গোলাম মোস্তফার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পুলিশ কর্তা অভিযোগ থানায় জমা দেয়ার পরামর্শ দেন। সেবিকা সেতু অভিযোগ থানার কর্তব্যরত এএসআই উত্তম কুমারের কাছে জমা দেন। থানায় লিখিত অভিযোগ দেয়ার পর থেকে বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তার নম্বরে কল করে নানা হুমকি দেয়া শুরু হয়েছে। এমনকি সায়েম নামে এক সাংবাদিক তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করাসহ কোথাও চাকুরি করতে দেবে না বলে হুমকি দিচ্ছে। নেছারবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে তার দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ মার্চ নার্স হিসেবে নিউ সততা হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারে যোগদান করে সেতু। কিছুদিন পর থেকে পরিচালক গোলাম মোস্তফা তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তার সাথে দুব্যবহার শুরু করে। এছাড়াও ওই প্রতিষ্ঠানের ডা. এনায়েত হোসেন ও এক নার্সের অনৈতিক সম্পর্ক দেখে ফেলার পর তার ক্ষতি করার চেষ্টা শুরু করে। এক পর্যায়ে ইস্তফা দিলে তার নানা ক্ষতি করার চেষ্টা শুরু করে পরিচালক মোস্তফা ও ডা. এনায়েতের পক্ষে কথিত সাংবাদিক সায়েম। তাদের কাছ থেকে রক্ষা পেতে ওই অভিযোগ দেন সেতু। কিন্তু থানা থেকে অভিযোগ উধাও হয় সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন বলেন, আমার সাথে মেয়েটির মুঠো ফোনে কথা হয়। ওই সময় তিনি অফিসে না থাকায় নেছারাবাদ থানার ওসির কাছে আবেদন জমা দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
নেছারাবাদ থানার ওসি বলেন, ওই দিন তিনি থানায় না থাকায় কোনো অভিযোগ পাননি তিনি। ওইদিন যার কাছে অভিযোগ জমা দেয়া ডিউটিতে থাকা এএস আই উত্তম কুমার বলেন, ওসি স্যার রাতে এলে সমস্ত কাগজের সাথেই ওই আবেদনটিও জমা দিয়েছি। তবে অনেক কাগজের ভিড়ে হয়ত স্যার এটা খেয়াল করতে পারেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT