শেবাচিমের করোনা ওয়ার্ডে অগ্নিকান্ড, আতংকে রোগীরা মাঠে শেবাচিমের করোনা ওয়ার্ডে অগ্নিকান্ড, আতংকে রোগীরা মাঠে - ajkerparibartan.com
শেবাচিমের করোনা ওয়ার্ডে অগ্নিকান্ড, আতংকে রোগীরা মাঠে

2:36 pm , June 22, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও তাড়াহুড়া করে নামতে গিয়ে ওয়ার্ডের একাধিক করোনা রোগী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে প্রাথমিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে বলে ফায়ার সার্ভিস সুত্রে নিশ্চিত হওয়া গেছে। করোনা ওয়ার্ডে দায়িত্বরত ব্রাদার রাজিব বলেন মাগরিবের নামাজের পর পরই হঠাৎ করেই বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে ওয়ার্ডে সামান্য আগুন ধরে যায়। সাথে সাথে মেইন সুইচ বন্ধ করে দেই। এতে পুরো ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আতংকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন রোগী সামান্য আহত হয়েছে। তবে তা গুরুরত নয়। বরিশাল ফায়ার সার্ভিসের হটলাইন শাখা জানায় খবর পেয়ে ৭ টা ৪৫ মিনিটে ৩ টি ইউনিট হাসপাতালে পৌছায়। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে টিম ফেরত আসলে বিস্তারিত বলা যাবে। প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার পর হঠাৎ করে করোনা ওয়ার্ডে রোগীদের চিৎকার চেচামেচির শব্দ পাই। পরে আগুন আগুন বলে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের সামনে মাঠে নেমে আসে। এরপরই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টায় বিদ্যুৎ আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ মাইকিং করে করোনা রোগীদের ওয়ার্ডে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT