ভান্ডারিয়া ২১ দিনের জন্য লকডাউন ভান্ডারিয়া ২১ দিনের জন্য লকডাউন - ajkerparibartan.com
ভান্ডারিয়া ২১ দিনের জন্য লকডাউন

3:03 pm , June 16, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় হু হু করে বেড়ে চলেছে করোনার প্রকোপ। গত ১৫ জুন একদিনে পৌরশহরে ৯ জন করোনা রোগী সনাক্ত হয়। এ নিয়ে ভান্ডারিয়ায় মোট ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া ভা-ারিয়ায় এ পর্যন্ত মোট সাত জন করোনা উপসর্গ নিয়ে মারা যায়। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পিরোজপুরের ভান্ডারিয়াকে রেড জোনের আওতায় এনে লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকাল থেকে ২১ দিনের জন্য অবরুদ্ধ ভান্ডারিয়া পৌর এলাকা। লকডাউনে ঔষধের দোকান সার্বক্ষনিক চালু থাকেব। মুদি, নিত্যপণ্যের দোকান দুপুর ২ টা পর্যন্ত চালু থাকবে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম নবীনের উপস্থিতিতে উপজেলা প্রশাসন ভান্ডারিয়া পৌরশহরে সকল দোকানপাঠ বন্ধ করে দেয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এইচ এম জহিরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার। নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম নবীন বলেন, ভান্ডারিয়ায় করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় এবং কমিউনিটি ট্রান্সমিশন শরু হওয়ায় ভান্ডারিয়া পৌরশহর রেড জোনের আওতায় পড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT