করোনা: মৃত চিকিৎসকসহ নতুন শনাক্ত ৫২ করোনা: মৃত চিকিৎসকসহ নতুন শনাক্ত ৫২ - ajkerparibartan.com
করোনা: মৃত চিকিৎসকসহ নতুন শনাক্ত ৫২

2:05 pm , June 12, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ৮১০ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া বৃহষ্পতিবার (১১ জুন) ২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১২৭ জন করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। অপরদিকে ৯ জুন ভোররাতে আনোয়ার হোসেন নামে মৃত চিকিৎসকের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসায় এ জেলায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িয়েছে ১০ জনে। মৃত আনোয়ার হোসেন বরিশাল নগরের বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক ছিলেন। বৃহষ্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে মেট্রোপলিটন পুলিশের ৩ জন সদস্যসহ শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৩ জন নার্স, ১ জন মেডিকেল টেকনোলজিষ্ট, ২ জন স্টাফ, সদর হাসপাতালের ১ জন চিকৎসক রয়েছেন। বাকীদের মধ্যে নগরের হাটখোলা, বাজাররোড, আলেকান্দা, ভাটিখানা, বটতলা, সাগরদী, রুপাতলী, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, পলাশপুর, হাসপাতাল রোড, চাঁদমারি, কাশিপুর, বগুরা রোড, ফকিরবাড়ি, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ২০ জন রয়েছেন। অপরদিকে বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার ২১ জন রয়েছেন। যারমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায় ১ জন পুলিশ সদস্য রয়েছেন। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫১ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। উল্লেখ্য বরিশাল জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২১৭ জন নারী ও ৫৯৩ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৪৪ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৬২১ জন এবং পঞ্চাশোর্ধ ১৪৫ জন ব্যক্তি রয়েছেন। এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৬২৯ জন, সদর উপজেলায় ১৬ জন, বাবুগঞ্জে ৩২ জন, উজিরপুরে ২৯ জন, মেহেন্দীগঞ্জে ১৫ জন, বাকেরগঞ্জে ২৬ জন, হিজলায় ৬ জন, মুলাদীতে ১২ জন, বানারীপাড়ায় ১৯ জন, আগৈলঝাড়ায় ১০ জন এবং গৌরনদীতে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT