শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু - ajkerparibartan.com
শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

2:31 pm , June 7, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগী মারা গেছেন। শনিবার দিবাগত রাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান তাঁদের মৃত্যু হয়।
জানাগেছে, নগরী পলাশপুর এলাকার আইজউদ্দিন আকনের ছেলে খালেক আকন (৪০) গত ৪ জুন দুপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে প্রেরণের পর শনিবার রাত ১১টা ১০ মিনিটে মৃত্যু ঘটে। মৃত খালেক আকনের নমুনা ল্যাবে পরীক্ষার পর রিপোর্টে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। একই হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে রাত ১০টা ১০ মিনিটে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাইয়াপট্রি এলাকার ফিরোজ আলমের ছেলে পারভেজ (৩০) এর মুত্যৃ হয়। সে সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার করোনার সংক্রমণ ছিলো কিনা তা নিশ্চিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT