মেহেন্দিগঞ্জে লাশ দাফনে পরিবারের অস্বীকৃতি মেহেন্দিগঞ্জে লাশ দাফনে পরিবারের অস্বীকৃতি - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে লাশ দাফনে পরিবারের অস্বীকৃতি

2:51 pm , June 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর লাশ দাফন করেনি পরিবার। এমনকি প্রতিবেশিরা এগিয়ে আসেনি। পরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন স্বেচ্ছাসেবী গভীর রাতে লাশ দাফন করেন। নির্মম এ ঘটনার শিকার হয়েছেন বাহেরচর গ্রামের জমাদ্দার বাড়ির মাহেব জমাদ্দারের ছেলে মোঃ মিজানুর রহমান জমাদ্দার। বরিশাল জেলা প্রশাসনের তথ্য মিডিয়া সেল সুত্রে জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন মিজানুর রহমান জমাদ্দার। তাই শুক্রবার বিকেলে তাকে নিয়ে চিকিৎসার জন্য নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মারা যায় সে। এরপর তার পরিবার তাকে লাশ দাফন করতে রাজি হয়নি। এমনকি তাকে শেষবারের মতো দেখতেও আসেনি। এ বিষয়টি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানার সাথে সাথে লাশ দাফনের ব্যবস্থা করেন। তিনি তাৎক্ষণিক ভাবে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে কে লাশ দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেন। এছাড়াও মৃতের স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ দূরীকরণের জন্য সকলের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার নির্দেশ দেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এর তত্ত্বাবধানে একটি স্বেচ্ছাসেবী দল প্রটোকল মেনে শুক্রবার গভীররাতে মৃতের লাশ দাফন করেন। এ সময় দাফন কাজে সহযোগিতা করেন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা। জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় মিজানুর রহমান জমাদ্দারের দাফন কাজে অংশগ্রহণকারী টিমের সদস্যরা হলেন এইচ এম আল-আমীন, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, এইচ এম রবিউল ইসলাম, মোহাম্মদ আবুল হোসেন ও মোহাম্মদ জামাল মাঝি। লাশের গোসলসহ সার্বিক বিষয়ে টিমের সদস্যদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ, পিপিই ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT