গনপরিবহন মালিকদের প্রতি জেলা প্রশাসনের হুশিয়ারী গনপরিবহন মালিকদের প্রতি জেলা প্রশাসনের হুশিয়ারী - ajkerparibartan.com
গনপরিবহন মালিকদের প্রতি জেলা প্রশাসনের হুশিয়ারী

2:52 pm , June 3, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে চলাচলকারী লঞ্চগুলোতে স্বাস্থ্য বিধি অমান্য করা মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে সর্তক করেছে বরিশাল জেলা প্রশাসন। গতকাল বুধবার বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গন বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপরিবহনে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে। এছাড়া ঢাকা থেকে বরিশালগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিধি অনুসরণ সহ সামাজিক দূরত্ব রক্ষাও মানা হচ্ছে না। যাত্রী পরিবহন সীমিত করার জন্য আগাম টিকিট বিক্রয়ের জন্য একাধিক টিকিট কাউন্টার স্থাপন ও অনলাইনে টিকিট বিক্রয়ের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে বিপদজনভাবে যাত্রী পরিবহন করে লঞ্চ মালিকরা। তাই এই অঞ্চলের জনসাধারনের করোনা প্রাদুর্ভাব জনিত স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। গণবিজ্ঞপ্তিতে লঞ্চ মালিকদের সতর্ক করা হয় এবং ধারণ ক্ষমতার মধ্যে যাত্রী পরিবহন না করলে মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারী দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT