কলাপাড়ায় আরো দুই নারী করোনায় আক্রান্ত কলাপাড়ায় আরো দুই নারী করোনায় আক্রান্ত - ajkerparibartan.com
কলাপাড়ায় আরো দুই নারী করোনায় আক্রান্ত

1:02 pm , May 30, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় আরো দুই নারী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের এক গৃহবধূ এবং কলাপাড়া পৌরশহরের এক শিক্ষিকার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে। এর পূর্বে এক মাছ ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এপর্যন্ত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ২০৬ জনের নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের জন্য পাঠানো হয়েছিলো তার মধ্যে ১৬০ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে তিন জন্য করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানায়, পৌর এলাকার যে নারী শিক্ষিকা করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে তার বাড়ির আশপাশের তিনটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। তাদের ঘর থেকে বাহিরে না আসার জন্য অনুরোধ করা হয়েছে এবং তাদের নিত্য প্রয়োজনীয় সকল কিছু আমাদের অবহিত করলে তা পৌছে দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার জানায়, আক্রান্ত দুই জনই সুস্থ্য আছেন বলে দাবি করায় তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। দুইজনের বাড়িতে চিকিৎসক সার্বক্ষনিক চিকিৎসা সহায়তা দিবেন। যাদের সংস্পশে তারা গিয়েছেন তাদের শনাক্ত করে নমুনা সংগ্রহ করা হবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানায়, যে দুইজনের করোনা পজিটিভ এসেছে তাদের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্তরা যাদের সংস্পের্শে এসেছিলেন তাদের সকলের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য কর্মকর্তা তৎপরতা শুরু করেছেন। আক্রান্তদের বাড়িতে রাখতে তাদের প্রয়োজনীয় সকল কিছু পৌছে দেয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT