নদী-বন্দর পল্টুনে পথকলিদের উৎসব নদী-বন্দর পল্টুনে পথকলিদের উৎসব - ajkerparibartan.com
নদী-বন্দর পল্টুনে পথকলিদের উৎসব

3:35 pm , May 21, 2020

শামীম আহমেদ ॥ কিসের ঘূর্নিঝড় আমপান আর কিসের করোনা ভাইরাস। এসব নিয়ে কোন চিন্তা বা ভীতি কিছুই নেই নেই এদের মধ্যে। এরা যখন যেখানে কাজ পায় করে, সেখান থেকে যে কয় টাকা পাওয়া তা দিয়ে কোন রকম খেয়ে দেয়ে দিন পার করে। অবশেষে এরা বরিশাল নদী-বন্দর এলাকার যেখানে মন চায় সেখানেই রাত পার করে দেয়।
এরা পথকলি শিশু। বেশীরভাগ মানুষ এ নামেই চেনে আবার কেউ ছিন্নমূল মানুষও বলে। ঘূর্নিঝড় আমপান কেটে গেছে। কিন্তু আকাশ মেঘাছন্ন থাকার কারনে হালকা
বাতাসের পাশাপাশি কীর্তনখোলা নদীতে ছিল উত্তাল। সেই উত্তাল ভরা পানিতে এসব পথকলি শিশুরা বস্ত্রহীন হয়ে নদী-বন্দর পল্টুন দিয়ে নদীতে ঝাপ দিয়ে উৎসব করে।ছবিটি বৃহস্পতিবার দুপুরে বরিশাল নদী-বন্দর পল্টুন থেকে তোলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT