সদর হাসপাতাল রাতে নারী কর্মচারী করোনা পজেটিভ সকালে নেগিটিভ ! সদর হাসপাতাল রাতে নারী কর্মচারী করোনা পজেটিভ সকালে নেগিটিভ ! - ajkerparibartan.com
সদর হাসপাতাল রাতে নারী কর্মচারী করোনা পজেটিভ সকালে নেগিটিভ !

3:32 pm , May 21, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর হাসপাতালে এক নারী কর্মচারীর করোনা আক্রান্ত হওয়া নিয়ে ধু¤্রজাল তৈরী হয়েছে। প্রথমে বুধবার রাতে ঢাকা থেকে ওই কর্মচারীর ফোনে ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে করোনা পজেটিভ হওয়ার এসএমএস আসে। পরে বৃহস্পতিবার সকালে রিপোর্ট ভুল ছিলো বলে ঢাকা আইইডিসিআর থেকে সংশোধনী রিপোর্ট প্রেরন করা হয়। এ ঘটনা নিয়ে হাসপাতালে বিভিন্ন কথা চাউর হয়েছে। কেউ বলছে আর্থিক সুবিদা পাওয়ার জন্য ভুয়া ম্যাসেজ দিয়ে ওই নারী কর্মচারী এ কাজ করেছে। বরিশাল জেলা সিভিল সার্জন অবশ্য বলছে বাহির থেকে ভুয়া এসএমএস দেওয়ার সুযোগ নেই। ওই নারী কর্মচারীর রিপোর্ট প্রথমে পজেটিভ আসে। কিন্তু তার দুই ছেলে মেয়ের নেগিটিভ আসে। যে কারনে আমাদের সন্দেহ হলে ঢাকায় যোগাযোগ করি। পরে সেখান থেকে ওই নারীর রিপোর্ট ভুল এসেছে বলে আমাদের জানানো হয়। সিভিল সার্জন বলেন এ ধরনের ভুল হতে পারে এবং হচ্ছে। এগুলো পরে যাচাই বাচাই করে সংশোধনও করা হয়। ওই নারী কর্মচারীর এক স্বজন বলেন ১৪ মে তিনি ও তার ২ ছেলে মেয়ের এক সাথে করোনা নমুনা দেন। বুধবার রাতে এসএমএস আসে যে তার করোনা পজেটিভ এবং দুই ছেলে মেয়ের নেগিটিভ। বিষয়টি হাসপাতাল কর্র্তৃপক্ষকে জানালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ওই নারী কর্মচারীকে হাসপাতালে আইসোলুয়েশনে থাকার পরামর্শ দেন। যে কারনে রাতেই ওই নারী হাসপাতালে চলে আসে। পরে সকালে তাকে হাসপাতাল কর্তক্ষৃপক্ষ বলেন রিপোর্ট ভুল এসেছিলো তোমার রিপোর্ট নেগিটিভ। ওই স্বজন আরো বলেন এরই মধ্যে হাসপাতালের কর্মচারীদের একটি গ্রুপ রটিয়ে ফেলে যে আর্থিক ফায়দা নেয়ার জন্য নিজ থেকেই নাকি করোনা পজেটিভ হবার এসএমএস তৈরী করেছে ওই নারী। অথচ এ ধরনের রিপোর্ট বা এসএমএস করার কোন সুযোগ নেই তাও সবাই জানে। শুধু মানসিক ভাবে তাকে হয়রানী করার জন্য হাসপাতাল জুড়ে এসব রটানো হয়। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার শত্রুতা পূর্বক এসব করছেন বলেও জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT