বিভাগে করোনায় নুতন আক্রান্ত ১৩ বিভাগে করোনায় নুতন আক্রান্ত ১৩ - ajkerparibartan.com
বিভাগে করোনায় নুতন আক্রান্ত ১৩

3:19 pm , May 15, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে ‘কোভিড-১৯’ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। শুক্রবার বরিশাল ও পিরোজপুরে আরো ১৩ জন নতুন করে আক্রান্তের মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলে ‘কোভিড-১৯’ আক্রান্তের মোট সংখ্যা সরকারী হিসেবে ১৯৮-এ উন্নীত হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশালে যে ১২ জনের দেহে করেনা ভাাইরাস সনাক্ত হয়েছে, তার মধ্যে ১০ জনই মহানগর পুলিশ সদস্য। এদের সকলকেই পুলিশ বিভাগের নিজস্ব আইসোলশন সেন্টারে নিবিড় পর্যবেক্ষন ও চিকিৎসায় রাখা হয়েছে। বিএমপি’র কমিশনার সহ উর্ধতন কর্মকর্তাগন সার্বক্ষনিকভাবে এসব পুলিশ সদস্যের খোজ খবর রাখছেন। আক্রান্ত পুলিশকর্মীগন সকলেই ভাল আছেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিন। এছাড়া বরিশালের আগৈলঝাড়া ও বাটাজোড়ে আরো দুজন আক্রান্ত হয়েছে গত ২৪ ঘন্টায়। এরফলে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭১-এ উন্নীত হল। এছাড়া গত ২৪ ঘন্টায় পিরোজপুরে আরো একজন আক্রান্ত হবার মধ্যে দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ জনে উন্নীত হয়েছে। দক্ষিণাঞ্চলে অন্য জেলাগুলোর মধ্যে বরগুনায় ৪০, পটুয়াখালীতে ৩২, ভোলাতে ১০ ও ঝালকাঠীতে ১৮ জন রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় ঝালকাঠী, বরগুনা ও বরিশালে আরো ৫জন সম্পূর্ণ সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন বলে জানিয়ে বিভাগীয় স্বস্থ্য দপ্তর বলছে এরফলে দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ১৯৮ জনের মধ্যে ৯৮জন সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠেছেন। তবে শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের গত ২৪ ঘন্টার পরিক্ষায় দক্ষিণাঞ্চলে মোট ১৪ জনরে দেহে নতুন করে করোনা ভাইরাস সনাক্ত হবার কথা বলা হয়েছে। যার মধ্যে মহানগর পুলিশের দশ সদস্য ছাড়াও জেলার বাটাজোর ও আগৈলঝাড়ার ২জন, পিরোজপুরের নেসারাবাদের ১জন ও পটুয়াখালীর কলাপাড়ার একজন রয়েছে বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৪৩ জন রোগী ভর্তি হলেও এপর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২১৭জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT