ঝালকাঠির জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বোরো ধান কর্তন ঝালকাঠির জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বোরো ধান কর্তন - ajkerparibartan.com
ঝালকাঠির জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বোরো ধান কর্তন

3:24 pm , May 12, 2020

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠির নলছিটির ষাটপাকিয়া গ্রামে বোরো ধান কর্তন করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলি ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামের মাঠ দিয়ে হাঁটা দিলেই চোখে পড়বে সোনালী রঙের ধান ক্ষেত। সেই ধান ক্ষেতে কাঁচি চালাচ্ছেন কৃষকেরা। দলবেঁধে ধান কাটতে গিয়ে কেউ কেউ গান গাচ্ছেন, কেউ বা খোশগল্প করছেন।
এমনই উৎসবের মধ্যে দিয়ে ঝালকাঠি জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে বোরো মৌসুমের ধান কাটার উৎসব চলছে। পাকা ধানের সোনালী দানা কৃষকের স্বপ্নপূরণে উঁকি দিচ্ছে। অপরদিকে ধান মাড়াই বাছাই ও সংরক্ষণের কাজে ব্যস্ত হয়ে পড়ছে কৃষাণীরা।
১২মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নলছিটি কর্তৃক আয়োজিত বোরো ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী ও বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT