শেবাচিম হাসপাতালে মাস্ক পূণ.ব্যবহারে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন শেবাচিম হাসপাতালে মাস্ক পূণ.ব্যবহারে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে মাস্ক পূণ.ব্যবহারে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন

2:05 pm , May 7, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পূণ.ব্যবহারের জন্য ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের অর্থায়নে মেশিনটি চালু করায় ব্যবহৃত মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। এরফলে অপচয়রোধ সম্ভব হয়েছে। হাসপাতালের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেশিনটি স্থাপন করার পর বুধবার বিকাল থেকে এটি চালু করা হয়। সংগঠনটির সূত্রে জানা গেছে, বরিশালসহ দেশে উন্নতমানর এন-৯৫ মাস্ক’র সল্পতা ও দামের উপর বিবেচনায় একাধিকবার ব্যবহার করা দূরুহ হয়ে দাড়িয়েছে। এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই প্রেক্ষিতে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের পক্ষ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুনঃব্যবহারের উপযোগী করতে ইউভি স্টেরিলাইজার মেশিনটি স্থাপন করা হয়। আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী তুহিন জানান, এই মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবাণুমুক্ত) একাধিকবার ব্যবহারের সুযোগ রয়েছে। ইতোমধ্যে যে সকল মাস্ক ব্যবহার করা হয়েছে সেগুলো আবারও স্টেরিলাইজ করার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এই মেশিনের সুবিধা পাবেন এবং পর্যায়ক্রমে জনসাধরনের সুবিধায় ব্যবহার হবে। এদিকে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশন করোনা মোকাবেলা বিভিন্ন সেবামূলক কর্মকান্ড চালিয়ে আসছে। কোয়ারেন্টাইনে থাকা হাসপাতালের ইন্টার্নী ডক্টর ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে ইফতারী বিতরণ করেছে । এছাড়াও করোনা ও আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মি ও রোগীদের স্বজনের মাঝেও ইফতারী বিতরণ অব্যাহত রেখেছে । সংগঠনটি করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সার্বক্ষনিক মেডিকেল ( মোবাইল) টিম চালু রেখেছে। আর এসব সেবামূলক কার্যক্রম চলছে নিজস্ব অর্থায়নে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT