নির্ধারিত সময়ে চাল গুদামে পৌছে দিয়েছে উজিরপুরের জয় অটো রাইস মিল নির্ধারিত সময়ে চাল গুদামে পৌছে দিয়েছে উজিরপুরের জয় অটো রাইস মিল - ajkerparibartan.com
নির্ধারিত সময়ে চাল গুদামে পৌছে দিয়েছে উজিরপুরের জয় অটো রাইস মিল

2:08 pm , May 6, 2020

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুর উপজেলায় সদ্য গড়ে ওঠা একমাত্র অটো রাইস মিলটির সুনাম নষ্ট করার নানা তৎপরতা চলছে। তাদের কাছে দেয়া সরকারী ১০০ টনের ধানের ৬৬ টন চাল তারা নির্ধারিত সময়ের মধ্যেই খাদ্য গুদামে জমা দিয়েছেন। কয়েকদিন ধরে সরকারী চাল নিয়ে উজিরপুরের জয়শ্রীর জয় অটো রাইস মিলের বিরুদ্বে সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে মিল মালিক আ: মজিদ ভূইয়া বলেন একটি মহল অটো রাইস মিলটির সুনাম ক্ষুন্ন করার চেষ্ঠা করছেন। প্রকাশিত সংবাদে মিল মালিক আ: মজিদ ভূইয়াকে সরকারী দল আ’লীগের প্রভাবশালী নেতা উল্লেখ করা হয়। মজিদ ভূইয়া কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, সে দির্ঘদীন ধরে সুনামের সাথে শিকারপুর বন্দরের ব্যবসা করে জীবিকা নির্বহ করছেন। জয়শ্রী এলাকায় সদ্য গড়ে ওঠা প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করতে চেষ্টা করছে কুচক্রি মহল। তিনি জানান, সরকার ১০০ টন ধান সরবরাহ করে। করোনার কারনে শ্রমিক সংকট, মিলের যন্ত্রপাতি নষ্ট হওয়ায় মিল বন্ধ ছিল। তাই ওই ধানের চাল দেয়ায় চেয়ে খাদ্য কর্মকর্তার কাছে আবেদন করা হয়। বর্ধিত নির্ধারিত সময় চাল সরবরাহ করা হয়েছে। চাল নিয়ে টালবাহানা বা ছলচতুরি করার সুযোগ নেই। সরকারী তাহবিলে ত্রান হিসাবে ২ টন চাল দিয়েছি উজিরপুর উপজেলা প্রশাসনের নিকট। এছাড়াও সাধারন মানুষকে সহায়তা করারও মানসিকতা রয়েছে। মিল মালিক জানান , সরকারী নির্দেশনা অনুযায়ী বোরো ধানের চাল সরকারী গুদামে সরবরাহ করার জন্য উজিরপুরের জয় অটো রাইস মিলার চুক্তি হয়েছে। বর্তমানে সরকারী রেট পূর্বেও আমনের রেটের ন্যায় প্রতি কেজি ৩৬ টাকা। কিন্তু এ বছর ধান চালের বাজার দর বেশী হওয়ায় মিল মালক লাভ লোকসানের হিসাব নিকাশ না করে দেশের ও জাতীর স্বার্থে পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকারের সাথে নিরালশ ভাবে কাজ করে যাচ্ছেন এ মিল মালিক। উপজেলার শিকারপুর খাদ্য গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুস সালাম জানিয়েছেন তাদের দেয়া একশত টন ধানের বাবদ ৬৬ টন চাল জমা দিয়েছে জয় অটো রাইস মিল মালিক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT