সুরভী-৮ লঞ্চকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে উদ্বোধন সুরভী-৮ লঞ্চকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে উদ্বোধন - ajkerparibartan.com
সুরভী-৮ লঞ্চকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে উদ্বোধন

2:11 pm , April 17, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সুরভী-৮ লঞ্চকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বিআইডব্লিউটিএর সহযোগীতায় শুক্রবার ঢাকা বরিশাল রুটে চলাচল কারী লঞ্চটিকে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহার করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজমল হুদা মিঠু সরকার জানান, শুক্রবার বিকেল ৫টায় নদীবন্দরে এমভি সুরভী-৮ লঞ্চটিকে জেলা প্রশাসক এর ব্যবস্থাপনায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জরুরী সেবা প্রদানের লক্ষে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল এডিসি শিক্ষা প্রশান্ত কুমার দাস, এনডিসি এসএম রবিন শীষ। লঞ্চটিতে ৪২টি সিঙ্গেল, ৩৪টি ডাবল, ৩টি ফ্যামিলি, ৪টি সেমি ভিআইপি ও ৪টি ভিআইপি কেবিন আছে যা আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহৃত হবে। মো. আজমল হুদা মিঠু আরও জানান, লঞ্চটি ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। সিভিল সার্জন বরিশালের চাহিদা অনুযায়ী লঞ্চটি ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT