তিনি কোন নেতা নন, তবুও তিনি কোন নেতা নন, তবুও - ajkerparibartan.com
তিনি কোন নেতা নন, তবুও

2:15 pm , April 5, 2020

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ ছবিতে খাদ্যসহায়তা প্রদান করতে টি-শার্ট পরিহিত যাকে দেখা যাচ্ছে তিনি জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নন, কিংবা রাজনৈতিক মঞ্চের কোন তুখোড় রাজনীতিবিদও নন!! তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী মাত্র ! যার উপর বাবুগঞ্জের আইনশৃঙ্খলা বিশুদ্ধ রাখার দায়িত্ব অর্পিত রয়েছ। যিনি আমাদের রাতের নিরবিচ্ছিন্ন ঘুমের পাহারাদার!! যিনি না ঘুমিয়েও আমাদের নিশ্চিন্ত নিদ্রার নিশ্চয়তা প্রদানে বন্ধপরিকর!! তারপ্রতি রইল বিনম্রশ্রদ্ধা! দেশের ক্রান্তিলগ্নে কর্মহীন মানুষের প্রতি নিজের মমত্ববোধকে জাগ্রত করতেই রাতের অন্ধকারে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন বাবুগঞ্জ থানার জনবান্ধব ওসি মিজানুর রহমান। করোনা ভাইরাসের আতঙ্ক পেছনে ফেলে রাত-দিন জনগণের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে শুধু খবর নিতেই নয়, রাতগভীরে সবাই যখন ঘুমে ব্যস্ত ঠিক তখনই ওসি মিজানুর রহমান বাবুগঞ্জের সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খাঁ নদীর প্রবল স্রোত পাড়ি দিয়ে মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে খাদ্যসামগ্রী। রাতের বেলায় এলাকায় গিয়ে দরজার কড়া নারতেই আওয়াজ শুনে মানুষ দরজা খুলে ওসিকে দেখে যেমনি হচ্ছেন, পক্ষান্তরে তেমনি সাহসও ফিরে পাচ্ছেন ঘরে থাকার। শনিবার গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেররগতি, চর উত্তর ভূতের দিয়ার কর্মহীন অসহায় অর্ধশতাধিক কর্মহীন পরিবারে প্রতিটি ঘরে জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় চাল, আটা, ডাল, আলু, পিঁয়াজসহ খাদ্যসহায়তা পৌঁছে দেন ওসি মিজানুর রহমান। ওসি মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশি কর্মকান্ডের বাইরে সামাজিক দায়বদ্ধতা থেকে এসব পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িদ্ব। নিজের দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন যারা একেবারেই কাজ করতে পারছেন না আবার লজ্জায় কারও কাছে সহযোগিতা চাইতে পারছেন না এমন পরিবারগুলোকে খাদ্য সহয়তা দেয়া হচ্ছে। যাতে পরিবারগুলো কষ্ট না করে। সামাজিক দূরত্ব বজায় রেখে সব কাজ করার জন্য পুলিশের প্রতিটি সদস্যকে নির্দেশনা দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT