বিএমপি ট্রাফিক পুলিশের মাস্ক বিতরন বিএমপি ট্রাফিক পুলিশের মাস্ক বিতরন - ajkerparibartan.com
বিএমপি ট্রাফিক পুলিশের মাস্ক বিতরন

1:54 pm , April 3, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস প্রতিরোধে বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা চালক ও সাধারন পথচারীদের মাঝে মাক্স বিতরন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় নগরীর সদর রোড বিবির পুকুর পাড়ে মাস্ক বিতরন করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার। এ সময় তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে রিকশায় এক জনের বেশী যাত্রী উঠানো যাবেনা। মোটর সাইকেলে শুধু চালক ব্যাতীত অন্য কোন আরোহী নেয়া যাবেনা। পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমেই আমরা করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাব। মাস্ক বিতরনের পরে রিকশা চালক ও পথচারীদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: জাকারিয়া রহমান জিকু, সহকারী কমিশনার ট্রাফিক (দক্ষিন) মাসুদ রানা, সহকারী কমিশনার(উত্তর) একেএম ফায়েজুর রহমান, টিআই আঃ রহিম, টিআই বিদ্যৎ চন্দ্র দে, সার্জেন্ট রানা,সার্জেন্ট হাসান সহ পুলিশ সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT