করোনা সচেতনতায় র‌্যাবের বিশেষ টহল করোনা সচেতনতায় র‌্যাবের বিশেষ টহল - ajkerparibartan.com
করোনা সচেতনতায় র‌্যাবের বিশেষ টহল

1:42 pm , March 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮) এর উদ্যোগে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারের জন্য বিশেষ পেট্রোল টিম জনস্বার্থে একর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার থেকে র‌্যাবের বিশেষ পেট্রোলটিম নগরীর জনবহুল বিভিন্ন এলাকায় জনসাধারণকে প্রচারনার মাধ্যমে সচেতন করে। এ সময় জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন করণীয় এবং বর্জনীয় বিষয় সমূহ সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও বিভিন্ন ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন হতে আহবান করা হয়। ব্যাক্তিগত এবং সামাজিক সচেতনতায় আমাদেরকে এ বিপর্যয় থেকে রক্ষা করতে পারে বলে জানান র‌্যাব সদস্যরা। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ব্যাতিত অন্যান্য দোকান/ হোটেল/ রেষ্টুরেন্ট বন্ধ রাখা, অপ্রয়োজনে ঘড়ের বাহিরে অবস্থান না করা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বর্জন করা, সব সময় মাস্ক পরে বাহিরে অবস্থান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ব্যাক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রচারনা করা হয়। এছাড়াও বরিশাল র‌্যাবের তত্ত্বাবধানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে একটি সচেতনামূলক বিলবোর্ড এবং হাত ধোয়ার জন্য পানির সংযোগ এবং সাবানসহ বেসিন স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও বরিশাল র‌্যাব (৮) দপ্তর থেকে জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT