সড়কে সড়কে জীবাণুনাশক স্প্রে সড়কে সড়কে জীবাণুনাশক স্প্রে - ajkerparibartan.com
সড়কে সড়কে জীবাণুনাশক স্প্রে

3:07 pm , March 25, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশাল নগরীতে ওয়ার্টার ক্যানন নিয়ে সড়কে নেমেছে মেট্রোপলিটন পুলিশ। তারা সড়কে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছেন ক্যানন দিয়ে। মঙ্গলবার রাতে নগরীর বান্দরোডে ও চক বাজার ও সদর রোড এলাকায় ওয়ার্টার ক্যাননের সাহাজ্যে পুলিশের বিশেষ পানিবাহি যানবাহনের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হয় সড়ক ও ফুটপাতে। এর ধারাবাহিকতা চলমান থাকবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার (ডিসি) মোঃ জুলফিকার আলি হায়দার।
তিনি জানান, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থাৎ বিশেষ ও স্পর্শকাতর স্থান এবং এলাকাগুলোর সড়ক ও ফটুপাতে জীবানুনাশক এ স্প্রে করা হবে ওয়ার্টার ক্যানন দিয়ে। যা পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবং চলমান থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT