করোনা নিয়ে গুজব ছড়ালেই ব্যবস্থা নেয়ার নির্দেশ করোনা নিয়ে গুজব ছড়ালেই ব্যবস্থা নেয়ার নির্দেশ - ajkerparibartan.com
করোনা নিয়ে গুজব ছড়ালেই ব্যবস্থা নেয়ার নির্দেশ

2:48 pm , March 23, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে কেউ গুজব ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। পাশাপাশি গুজব প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোমবার সকালে বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে সচেনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে বিভাগের ৬ জেলার জেলা প্রশাসকদের নিয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানানো হয়। কনফারেন্সে ৬ জেলায় করোনার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি আরও সচেনতা বৃদ্ধিতে দিক নির্দেশনা দেন। এছাড়াও করোনা ভাইরাস প্রসঙ্গে গুজবের ব্যাপারে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। কনফারেন্সে ৬ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনরা অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। এদিকে ভিডিও কনফারেন্সের পর বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তাঁর ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে সকল এনজিও’র ঋণের টাকা আপাতত আদায় বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি লিখেছেন, করোনা প্রতিরোধে দরিদ্র মানুষ এবং নিজস্ব কর্মীদের অবস্থা বিবেচনা করে বরিশাল জেলায় কর্মরত এনজিওগুলোর কিস্তি আদায় আপাতত বন্ধ রাখার অনুরোধ করা হলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT