করোনা আতংকে দক্ষিণাঞ্চলের আর্থÑসামাজিক ব্যবস্থায় ফেলেছে বিরূপ প্রভাব করোনা আতংকে দক্ষিণাঞ্চলের আর্থÑসামাজিক ব্যবস্থায় ফেলেছে বিরূপ প্রভাব - ajkerparibartan.com
করোনা আতংকে দক্ষিণাঞ্চলের আর্থÑসামাজিক ব্যবস্থায় ফেলেছে বিরূপ প্রভাব

3:19 pm , March 22, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করেনা ভাইরাস সমগ্র দক্ষিণাঞ্চলের আর্থÑসামাজিক ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। ইতোমধ্যে বাজারে নিত্য পণ্যের দাম ২৫Ñ৩০%-এর বেশী বৃদ্ধির সাথে রাজধানী ঢাকা সহ সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ এ অঞ্চলের ঘরে ফিরে এসেছেন। প্রতিদিন শুধু ঢাকা থেকে অর্ধ শতাধিক বড় মাপের নৌযানে দেড় লক্ষাধিক মানুষ দক্ষিণাঞ্চলের নিজ ভিটায় ফিরছেন। সড়ক পথেও দেশের বিভিন্নস্থান থেকে বিপুল সংখ্যক মানুষ কর্মস্থল ত্যাগ করে দক্ষিণাঞ্চলের ঘরে ফিরছেন।
এমনকি অনেক শ্রমজীবী ও কর্মজীবী মানুষ প্রান ভয়ে মাসের মধ্যভাগ থেকে নিজ ভিটায় ফিরে এলেও তাদের বেশীরভাগের আর্থিক সঙ্গতি সীমিত। ফলে এদের সংসারে বাড়তি চাপ সৃষ্টি করলেও অর্থিক অবস্থাটি সচ্ছল নয়। ফলে বাড়তি চাপ পড়তে শুরু করেছে এ অঞ্চলের আর্থ-সামাজিক ব্যবস্থায়। সব ধরনের ব্যবসাÑ–বানিজ্যেই করোনার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। পরিবহন ব্যবসার অবস্থা সবচেয়ে নাজুক। সমগ্র দক্ষিণাঞ্চলেই অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হচ্ছেন না। এমনকি খোদ বরিশাল মহানগরীর রাস্তাঘাটও রবিবার সপ্তাহের প্রথম কর্ম দিবসে অনেকটাই ফাঁকা দেখা গেছে। নগরীর বেশীরভাগ পথ খাবারের দোকানই ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। এদের বেশীরভাগই ক্রেতার অভাবে ব্যবসা গুটিয়েছেন গত তিন-চার দিনে। তবে প্রশাসন থেকেও দক্ষিণাঞ্চলের জেলা ও উপজেলা সদরগুলোতে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে।
বিদেশ ফেরতদের সম্পর্কে সাধারন মানুষের মধ্যেও সচেতনতা বেড়েছে। রবিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের জেলা গুলোতে ১ হাজার ৫১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া বরগুনা সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে করোনার লক্ষন নিয়ে একজন চিকিৎসাধীন রয়েছে। তার রক্তের নমুনা ঢাকায় আইইইডিআর-এ পাঠান হলেও ‘এখনো রিপোর্ট পাওয়া যায়নি’ বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত সপ্তাহে অনুরূপ দুজনকে ভর্তি করা হলেও তাদের রক্তে করোনার কোন লক্ষন না মেলার পাশাপাশি সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন তারা। বরগুনার রোগীকে নিয়ে কোন সন্দেহ রয়েছে কিনা তা নিয়ে তেমন কিছু বলছেন না স্বাস্থ্য বিভাগ।
তবে দক্ষিণাঞ্চলে করোনা রোগের আতংকর চেয়েও বেশী বিরূপ প্রভাব ফেলছে আর্থÑসামাজিক অবস্থায়। ফলে সুস্থ সমাজ ব্যবস্থায় অর্থনীতি বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এ অবস্থা মোকাবেলায় ঢালাওভাবে গ্রামে ফিরে আসা পরিহারের পাশাপাশি শ্রমজীবী ও কর্মজীবীদের কর্মসংস্থান সহ তাদের মজুরীর বিষয়টি বিবেচনায় নেয়ারও তাগিদ দেয়া হয়েছে। পাশাপাশি অবিলম্বে এনজিওগুলোর কিস্তি আদায় বর্তমান আপদকালীন পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত স্থগিতের সরকারী নির্দেশনার দাবী জানিয়েছেন একাধীক মহল। বর্তমান প্রেক্ষাপটে কিস্তির টাকা আদায় এনজিও কর্মীদের স্বাস্থ্য ঝুকিও বৃদ্ধি করছে বলে দাবী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT