বরিশালের মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে স্বাস্থ্যবার্তা উপস্থাপন বরিশালের মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে স্বাস্থ্যবার্তা উপস্থাপন - ajkerparibartan.com
বরিশালের মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে স্বাস্থ্যবার্তা উপস্থাপন

2:21 pm , March 20, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জুমার নামাজের খুতবায় সরকারি নির্দেশনা অনুসারে করোনা ভাইরাস বিষয়ে জরুরী স্বাস্থ্যবার্তা সমূহ মুসল্লীদের কাছে তুলে ধরা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মসজিদগুলোতে মুসল্লীদের উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন এরপক্ষ থেকে দেয়া করোনা ভাইরাস প্রতিরোধে বার্তা তুলে দেওয়া হয় বলে জানিয়েছেনমহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও বরিশাল জামে বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা সামসুল আলম। তিনি আরো জানান, ওই স্বাস্থ্য বার্তায় সংশ্লিষ্ট ৮টি বিষয় উল্লেখ করা হয়। এর মধ্যে বিদেশ থেকে আগত কোনো ব্যক্তির খবর স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন বিষয়ে আলোকপাত করা হয়। কারো সর্দি-কাশি বা গলাব্যথা থাকলে স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়। হাটবাজার ও গনপরিবহনে জরুরী প্রয়োজন ছাড়া এড়িয়ে চলতে বলা হয়। কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়। মুখ চোখ নাকে স্পর্ষ না করার জন্য বলা হয়। হাঁচি কাশি আসলে তালুর পরিবর্তে হাতের কনুই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এছাড়া আতংকিত না হয়ে সচেতন ভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়। স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রেরিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকল মসজিদের ইমামগন মুসল্লীদের মধ্যে এই তথ্য প্রচার করেন। অন্যান্য জুমার মতই শুক্রবারও মসজিদগুলোতে মুসল্লীদের ভীড় লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও মসজিদে জায়গা না হওয়ায় রাস্তায়ও জামাত পরতে দেখা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT