জেলার ১৮০ রোগীদের মাঝে অনুদান প্রদান জেলার ১৮০ রোগীদের মাঝে অনুদান প্রদান - ajkerparibartan.com
জেলার ১৮০ রোগীদের মাঝে অনুদান প্রদান

2:35 pm , March 18, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলা এবং বরিশাল জেলার ১০ উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া সহ ৬টি জটিল রোগে আক্রান্ত ১৮০ জন রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৯০ লক্ষ টাকা অনুদান প্রদাণ করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সদর উপজেলার অনুদানপ্রাপ্ত রোগীদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত ৭ জন,কিডনি রোগে আক্রান্ত ৪জন, লিভার সিরোসিস ১জন, প্যারালাইজড ৬জন, জন্মগত হৃদরোগ ৯ জন ও থ্যালাসেমিয়া ৩জন। বাকেরগঞ্জ উপজেলায় ক্যান্সার আক্রান্ত ১৬ জন,কিডনি ২জন,লিভার সিরোসিস ২জন,স্টোক ২জন,থ্যালাসেমিয়া ১জন। বাবুগঞ্জ উপজেলার ক্যান্সার ৮জন,কিডনি ৪জন,লিভার সিরোসিস রোগী ১জন। বানারীপাড়া উপজেলার ক্যান্সার ৪জন,কিডনি ১জন। হিজলা উপজেলার ক্যান্সার ৪জন ও কিডনি ১জন, মুলাদী উপজেলার , ক্যান্সার ৩জন, কিডনি ও কিডনি ২জন। গৌরনদী উপজেলার ক্যান্সার ৬জন,কিডনি ১জন, লিভার ২জন,থ্যালাসেমিয়া ২জন। আগৈলঝাড়া উপজেলার ক্যান্সার ৬জন,কিডনি ১জন,স্টোক প্যারালাইজড ১জন। মেহেন্দিগঞ্জ উপজেলার ক্যান্সার ২জন,কিডনি ২জন,লিভার ২জন। উজিরপুর উপজেলায় ক্যান্সার ৭জন,কিডনি ৩জন লিভার ১জন,স্টোক ৩জন ও জন্মগত হৃদরোগী ২ জন। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল সমাজসেবা উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, মুক্তিযুদ্ধা এমজি কবীর ভুলু,সমাজসেবা সহকারী পরিচালকমোঃ শহিদুল ইসলাম,জাকির আহমেদ সহ সমাজসেবার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT