সার্জেন্টকে মারধরের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩ আসামী জেলে সার্জেন্টকে মারধরের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩ আসামী জেলে - ajkerparibartan.com
সার্জেন্টকে মারধরের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩ আসামী জেলে

3:00 pm , March 15, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ সার্জেন্ট’র কাছে চাঁদা দাবি করে না পেয়ে মারধরের মামলায় জেলে গেছে যুবলীগ নেতাসহ তিন জন। নগরীর উত্তর আমানতগঞ্জে এ ঘটনা ঘটেছে। পুলিশের কাছে চাঁদা দাবি ও প্রতিবাদে মারধরের মামলার আসামী হয়ে জেলে গেছে নগরীর ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মজিবর সিকদার, তার সহযোগী বিএনপি নেতা নিজাম সিকদার ও মিরাজ সিকদার। তাদের হামলার শিকার হয়েছেন মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট শহিদুল ইসলাম। শনিবার রাতে এ ঘটনায় করা মামলায় ওই তিন আসামীকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, ‘উত্তর আমানতগঞ্জের নয়া বাড়িতে জমি ক্রয় করেছেন ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলাম। এজন্য তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন ওয়ার্ড যুবলীগ সভাপতি মজিবর সিকদার। সর্বশেষ শনিবার রাতে দুই সহযোগী বিএনপি নেতা নিজাম সিকদার ও মিরাজ সিকদারকে সাথে নিয়ে সার্জেন্ট শহিদুল ইসলামের কাছে চাঁদা চাইতে যান ওই যুবলীগ নেতা। এসময় দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয় চাঁদাবাজরা। এক পর্যায় ট্রাফিক সার্জেন্টের উপর হামলা ও তাকে মারধর করে যুবলীগ নেতা ও তার দুই সহযোগী। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় চাঁদাবাজ যুবলীগ সভাপতি মজিবর সিকদার, নিজাম সিকদার ও মিরাজ সিকদারকে আটক করে। এই ঘটনায় হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আজিমুল করিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT