সুন্দরবন-১৪ লঞ্চের উদ্বোধন সুন্দরবন-১৪ লঞ্চের উদ্বোধন - ajkerparibartan.com
সুন্দরবন-১৪ লঞ্চের উদ্বোধন

1:00 am , February 23, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-পটুয়াখালী-বগা রুটের নৌ-পথে যুক্ত হয়েছে আরো একটি বিলাসবহুল লঞ্চ। গতকাল শনিবার থেকে চলাচল শুরু করেছে লঞ্চটি। সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টুর মালিকানাধীন এমভি সুন্দরবন-১৪ নামের এ লঞ্চের চলাচল শুরু উপলক্ষে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যায় বরিশাল নৌ-বন্দরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র সেনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র সাদিক বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন,আমি যেন নগরবাসীর চাহিদা অনুযায়ী তাদের সেবা করতে পারি। তিনি বলেন নিয়ত এখনো সহি আছে। মেয়র থাকি বা না থাকি যত দিন বাঁচি বরিশাল বাসীর সেবা করে যাব। তিনি এসময় সুন্দরবন লঞ্চ তথা এ কোম্পানীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। দীর্ঘ বছর ধরে সুন্দরবন লঞ্চ বরিশাল তথা দক্ষিনাঞ্চলের মানুষের সেবা করে যাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, আপনারা এই লঞ্চের মালিক রিন্টু ভাইয়ের জন্যও দোয়া করবেন। তিনি যেন এভাবেই আমাদের সেবা করে যেতে পারেন। দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন নেভিগেশনের স্বত্তাধিকারী বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আফজালুল করিম, বিসিসি ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম, শহীদুল্লাহ কবির প্রমূখ। উল্লেখ্য সুন্দরবন নেভিগেশনের নতুন এই আকর্ষন সুন্দরবন-১৪ লঞ্চটি পটুয়াখালী-বগা-ঢাকা রুটে চলাচল কবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT