দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদ গঠন দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদ গঠন - ajkerparibartan.com
দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদ গঠন

1:00 am , February 21, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বিভাগের ছয়টিসহ বাগেরহাট ও খুলনা জেলার বাস মালিক এবং শ্রমিকদের কল্যানে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর রুপাতলী বাস টার্মিনালে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ও কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করা হয়েছে। নতুন এ সংগঠনের নাম হলো “দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদ”। এ পরিষদের সভাপতি হয়েছেন বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মো. কাওসার হোসেন শিপন ও রুপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন সাধারন সম্পাদক। সংবাদ সম্মেলনে ৩৩ সদস্যের নাম ঘোষনা করেন সভাপতি মো. কাওসার হোসেন শিপন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কমিটি আগামী ৩ বছরের জন্য করা হয়েছে। পরিষদের ঘোষিত কমিটিতে কার্যকরী সভাপতি হলেন পিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক বাবুল হালদার, সিনিয়র সহ-সভাপতি পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর উপদেষ্টা পরিষদ এর সদস্য মো. মিজানুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আবু সেলিম হাওলাদার ও দপ্তর সম্পাদক বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. আল-আমিন হাওলাদার। কমিটিতে তিন জন সাংগঠনিক সম্পাদক। তারা হলেন, বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক মো. ছগির হোসেন, বরিশাল জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক এবং রুপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু। কমিটির দুই সড়ক-সম্পাদক হলেন ভোলা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজান হাওলাদার এবং রুপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির কার্যকারী সভাপতি আক্তার হোসেন খান। এই কমিটিতে আরও ৫ জনকে উপদেষ্টা, ৫ জন সহ-সভাপতি এবং ৭ জনকে যুগ্ম-সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য রয়েছে ১০ জন। দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় মালিক শ্রমিকদের কল্যানে এবং যাবতীয় সমস্য সমাধানে এই কমিটির আগামী ৩ বছর কার্যকারী থাকবে। একই সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ২৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। ৩ বছর মেয়াদী এই কমিটির সভাপতিও বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি সাধারন সম্পাদক মো. কাওছার হোসেন সিপন, কার্যকরী সভাপতি বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসনু, সিনিয়র সহ-সভাপতি পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান হাওলাদার, সাধারন সম্পাদক বরিশাল জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. সুলতান মাহামুদ, কোষাধ্যক্ষ বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আবু সেলিম হাওলাদার, দপ্তর সম্পাদক বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. আল-আমিন হাওলাদার। এ কমিটির ৩ সাংগঠনি সম্পাদকরা হলেন পিরোজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. হান্নান শেখ, বরিশাল জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নির্বাহী সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক এবং বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. শাহাবুদ্দিন সাবু। কমিটির সড়ক সম্পাদকরা হলেন পটুয়াখালী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. মাহাবুব আলম রনি এবং ঝালকাঠি আতœ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজিবুর রহমান। এই কমিটিতে আরও ৪ জনকে সহ-সভাপতি, ৬ জন যুগ্ম-সম্পাদক এবং ৬ জন কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এই কমিটিও আগামী ৩বছর কার্যকারী থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান সভাপতি মো. কাওসার হোসেন সিপন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT