চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার - ajkerparibartan.com
চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

1:00 am , February 20, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে চুরি হওয়া চারটি মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কোতয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেলের নেতৃত্বে বরগুনা ও বেতাগী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল, আবুল কালামের ছেলে রুবেল, গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, আনসারের ছেলে আমিনুল ইসলাম, মৃত কাজিমের ছেলে সুমন মাহমুদ, খলিলুর রহমানের মুন্সির ছেলে মিলন মিয়া ও ফরহাদ হোসেন লাবু। এর মধ্যে লাবুকে দুইটি মামলায় আসামী করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক মো. শামীম আহমেদ তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টার দিকে নগরীর স্টীমার ঘাট পন্টুনের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করে চোরাই চক্রের সদস্য মামুন হোসেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে জিজ্ঞাসাবাদে আটক মামুন পুলিশকে জানায়, চক্রের অপর তিন সদস্যর (লাবু মিরা, নয়ন ও খান) সহযোগিতায় সে মোটরসাইকেল চুরি করে। পরে তা ভোলা, বরগুনা, পিরোজপুর, খুলনা ও কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করে। এমন তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফা অভিযানে নামে কোতয়ালী মডেল থানা পুলিশের দল। তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বরগুনা জেলার অন্তর্গত বেতাগী ছোট মোকামিয়া, করুনা ও বরগুনা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চুরি এবং ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, চোর চক্রটি দীর্ঘ দিন ধরেই নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত রয়েছে। তারা চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর টেম্পারিং করে পরে ভূয়া কাগজপত্র তৈরি করে তা বিভিন্ন জেলায় বিক্রি করে। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি নুরুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT