তিন দিন পর খাল থেকে ট্রাক উদ্ধার সচল হয়নি বরিশাল-বানারীপাড়া সড়ক তিন দিন পর খাল থেকে ট্রাক উদ্ধার সচল হয়নি বরিশাল-বানারীপাড়া সড়ক - ajkerparibartan.com
তিন দিন পর খাল থেকে ট্রাক উদ্ধার সচল হয়নি বরিশাল-বানারীপাড়া সড়ক

1:00 am , February 14, 2020

 

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ গত বৃহস্পতিবার বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে যাওয়ার তিনদিনে পরে ট্রাকটি উদ্ধার করেছে সড়ক বিভাগ। ট্রাকটি উদ্ধার হলেও এখন সচল হয়নি এ সড়কে যানচলাচল । গত মঙ্গলবার ভোর রাতে পাথর বোঝাই ট্রাকটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। স্থানীয় মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য জাকির হোসেনের উদ্যোগে জনগসাধরনের ভোগান্তি লাঘবে তৎড়িত গতিতে একটি সাঁকো তৈরি করলে এসএসসি পরীক্ষার্থীসহ পথচারিদের দূর্ভোগ কমে যায়। স্থানীয়দের অভিযোগ সামনের মাসে স্বরুপকাঠী ছারছিনা দরবার শরিফে বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে।এ মাহফিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসুল্লিরা যাত্রীবাহী গাড়ি নিয়ে আসায় ভোগান্তি পোহাতে হবে। এব্যাপরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন,ছারছিনা দরবার শরিফের মাহফিল শুরুর আগে সংস্কার করার জন্য সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপশ কুমার পাল বলেন, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ব্রিজটি সংস্কারের জন্য দ্রত বেগে কাজ চলছে,আগামী সপ্তাহের মধ্যে ব্রিজটিকে যানচলাচলে উম্মুক্ত করা হবে। এদিকে যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখেতে স্থানীয়দেও উদ্যোগে তৈরি কৃত সাঁকোটির পাড়াপারের অর্থ নেয়া হয়েছিল এমন সংবাদ দৈনিক আজকের পরিবর্তনে প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের তাৎক্ষনিক বন্ধ করে দেয়া হয় টোল আদায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT