গৌরনদীতে ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার গৌরনদীতে ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার - ajkerparibartan.com
গৌরনদীতে ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার

1:00 am , February 12, 2020

পরিবর্তন ডেস্ক ॥ সেড কোডে ভুল করায় চলমান দাখিল পরীক্ষায় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কার করা পরীক্ষার্থীদের রোল নম্বর হলো-১৯৭১২৪, ১৯৭১৪৭, ১৯৭১৬১, ১৯৭১৫৫, ১৯৭৩৫৭, ১৯৭৩৬৪, ১৯৭৩৭৫, ১৯৭৪২৫, ৬২৬২২০, ৬২৬২২৫, ৬২৬২৭৯, ৭০৩৫৬৪, ৪২২২২৫। কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা আবু সাইয়্যেদ মোঃ কামেল জানান, মঙ্গলবার গণিত পরীক্ষার বিভিন্ন মাদ্রাসার ১৩ জন পরীক্ষার্থী সেডকোড ভরাটে অনিয়ম করে। পরীক্ষার্থীরা খাতা জমা দেওয়ার পর বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন এবং তার (কেন্দ্র সচিব) কাছে ধরা পরলে ওই ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT