শেবাচিমের মানসিক রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ! শেবাচিমের মানসিক রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ! - ajkerparibartan.com
শেবাচিমের মানসিক রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদান বন্ধ !

1:00 am , February 11, 2020

হেলাল উদ্দিন ॥ খুড়িয়ে খুড়িয়ে চলা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের (শেবাচিম) মানসিক ওয়ার্ডের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদান এখন বন্ধ হয়ে গেছে। জনবল সংকটে এই অবস্থার সৃষ্টি হয়েছে। একজন মাত্র চিকিৎসক দিয়ে চলতো এ ওয়ার্ডের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। তিনিও গত মাসে অবসরে গেছেন। তাই বন্ধ রয়েছে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের পাঠদান। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বললেন চিকিৎসক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে। চিকিৎসক পদায়ন করা হলেই কেবল এ বিভাগ পুনরায় চালু করা সম্ভব হবে। একইভাবে শিক্ষার্থীদেরও পাঠদান শুরু হবে। হাসপাতাল সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে মানসিক ওয়ার্ড একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তপন কুমার সাহা রোগীদের চিকিৎসা সেবা দিতেন। এছাড়া তার সাথে সহযোগি হিসেবে থাকতো ৪/৫ জন নার্স। কখনো এ ওয়ার্ডের প্রফেসরসহ সহযোগী অধ্যাপক ও দুজন সহকারী রেজিষ্ট্রারের পদ পূরন হয়নি। তাই এ ওয়ার্ডের রোগীদের একমাত্র চিকিৎসক ছিলেন ডাঃ তপন কুমার সাহা। শুধু ওয়ার্ডের রোগীই নয়, হাসপাতালের বহি.বিভাগেও রোগী দেখতেন তিনি। আর একমাত্র চিকিৎসক হিসাবে শের ই বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পাঠদানও করতেন তিনি। তাই পরবর্তী চিকিৎসক নিয়োগ না হওয়া পর্যন্ত যেমন বন্ধ থাকবে শিক্ষার্থীদের পাঠদান তেমনি বন্ধ থাকবে হাসপাতালের আন্ত ও বহি.বিভাগ। শেবামেক সুত্রে জানা গেছে তৃতীয় চতুর্থ ও পঞ্চম সেমিষ্টারে রোটেশন অনুসারে এক মাস করে শিক্ষার্থীরা এই বিভাগে পাঠদান নিয়ে থাকে। সে হিসাবে প্রতি সেমিষ্টারে অন্তত দেড়’শ জন শিক্ষার্থী থাকে। নতুন চিকিৎসক তথা শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত এই শিক্ষার্থীদেরও পাঠদান অনিশ্চিয়তার মধ্যেই থাকবে। জানতে চাইলে শেবাচিম হাসপাতালের উপ পরিচালক ডাঃ আবদুর রাজ্জাক বলেন, ডাক্তার চেয়ে চিঠি দেয়া ছাড়া এখানে আমাদের করনীয় কিছু নেই। আমরা মন্ত্রনালয়ে চিঠি দিয়েছি। আশা করছি দ্রুতই মন্ত্রনালয় ব্যবস্থা গ্রহন করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT