পর্দা নেমেছে মোজো পিঠা উৎসবের পর্দা নেমেছে মোজো পিঠা উৎসবের - ajkerparibartan.com
পর্দা নেমেছে মোজো পিঠা উৎসবের

1:00 am , February 9, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আনন্দঘন পরিবেশ এর মধ্য দিয়ে শেষ হয়েছে দুইদিন ব্যাপি মোজো পিঠা উৎসব। চট্টগ্রামের পরে দেশের মধ্যে বরিশাল বিভাগে অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের এই উৎসব। দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তাদের মতো করে পরিচিত করিয়ে দেয়ার জন্য ভিন্নধর্মী এই আয়োজনটি করেছে মোজোকোলা। ফাস্ট ফুডের ভিড়ে হারিয়ে যাওয়া দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক সব পিঠাপুলি আবারও এই উৎসবের মাধ্যমে মুখে মুখে উঠে এসেছে নগরীর হাজারো বাসিন্দাদের। পরিবারসহ আনন্দঘন এক পরিবেশের মধ্যে ছুটির এই দুইটি দিন নগরবাসি উদযাপন করেছে মনের মতো করে। উৎসবে ৩৫টি স্টলে ৬৪ ধরনের পিঠা প্রতিটি নগরবাসি স্বাদ নিয়েছে পৃথক পৃথক ভাবে। প্রশংসা কুরিয়েছে প্রতিটি পিঠা। উৎসবে পরিবার নিয়ে ঘুরতে আসা মাহাবুব মোরশেদ জানান, নগরীতে এমন একটি উৎসব সত্যিই দরকার ছিলো। ছেলে বেলায় গ্রামীন পরিবেশে শীতের সময় নানা ধরনের পিঠা পুলির স্বাদ নিয়েছে তারা। যে অনুভুতি গুলো এখনো মনে করিয়ে দেয় ছেলে বেলার হাজারো স্মৃতি। তাদের সন্তানরা ইটপাথরের এই শহরে এমন অনুভুতি গুলো কখনোই পায়নি। তাই এমন অনুভুতি দানের স্বল্প প্রয়াস নিয়ে সন্তানদের সাথে ঘুরতে এসেছেন। এমন আয়োজনকে তাই স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সাথে উপভোগ করেছেন উৎসবের বিভিন্ন আয়োজনকে। যার মধ্যে ছিল ডার্ট বোর্ড, বলিং গেম, ফটোজোন ও সাস্কৃতিক অনুষ্ঠান। বিকাল থেকে সাস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মনোরঞ্জন করে ব্যান্ড ইনসাইড ইউ, মিলা ও দাগ। সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয় উৎসবের অন্যতম আকর্ষন পিঠা খাদক প্রতিযোগিতা। দর্শনার্থিরা একটি মোজো কিনে ইনর্ফমেশন বুথ থেকে টোকেন সংগ্রহ করে এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। ১২জন থেকে ৩ রাউন্ডে প্রতিযোগিতার মাধ্যমে ১জন সর্বোচ্চ পিঠা খাদক নির্বাচিত হয়। অন্যদিকে ৩৫ স্টলের প্রতিটি স্টলই তাদের বানানো নানা ধরনের দেশীয় পিঠা দর্শনার্থীদের কাছে বিক্রি করেছে বেশ ভালোই। উৎসবের আয়োজক মোজো এর রিজিওনাল সেল্স ম্যানেজার (সেল্স এ্যান্ড মার্কেটিং) মো. বদরুজ্জামান এর সাথে আলাপ কালে তিনি জানান দারুন একটি অংশগ্রহন মূলক উৎসব করেছেন তারা। চট্টগ্রামে যেমন উৎসব মুখর পরিবেশ ছিলো তার থেকেও আরও জমজমাট পরিবেশে বরিশালে উদজাপিত হয়েছে মোজো পিঠা উৎসবটি। মূলত দেশের ঐতিহ্য পিঠাপুলি আধুনিক প্রজন্ম একরকম ভুলতে চলেছে। তারা নানা ধরনের ফাস্টফুডের ভিরে দেশীয় পিঠা নাম পর্যন্ত জানেনা। তাই মোজো উৎসবের মাধ্যমে আধুনিক প্রজন্মকে দেশের ঐতিহ্যর সাথে পরিচিত করিয়ে দেয়ার প্রয়াশ ছিলো। জাতে বরিশাল বাসিদের অংশগ্রহনে পুরোপুরি সফল উৎসবটি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT