স্থায়ী ট্রাফিক ব্যবস্থার অভাবে বাড়ছে যানযট স্থায়ী ট্রাফিক ব্যবস্থার অভাবে বাড়ছে যানযট - ajkerparibartan.com
স্থায়ী ট্রাফিক ব্যবস্থার অভাবে বাড়ছে যানযট

1:00 am , February 4, 2020

 

নিজস্ব প্রতিবেদক॥ নগরীর গুরুত্বপূর্ন কয়েকটি স্থানে স্থায়ী ট্রাফিক ব্যবস্থার অভাবে অসহনীয় যানজটের শিকার হচ্ছে নগরবাসী। আয়তনের তুলনায় অতিরিক্ত যানবাহনের নগরীর গুরুত্বপূর্ন কয়েকটি সড়কে জরুরী সময় জুড়ে যানজট হয়। এতে করে স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে চাকুরিজিবী এমনকি পথচারিরাও ভোগান্তিতে পড়ে। দিনের বেলায় বড় আকারের যান চলাচল না করলেও কিছু বড় প্রতিষ্ঠান এর মালবাহী যানবাহস তাদের মালামাল নিয়ে চলাচল করে থাকে। এছাড়া নগরীর থ্রি-হুইলার সড়কগুলোকে আটকে রাখায় জযানজট হয় বলে জানিয়েছে সাধারন পথচারীরা। তাদের দাবী ছোট এই শহরে কয়েকটি পয়েন্টে তৈরি হওয়া যানযট যদি স্থায়ী ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রন করা হয় তবে বিড়ম্বনা অনেকটাই কমে যাবে। কারন এই স্থানগুলোতে তৈরি হওয়া যানযটের প্রভাব পরে গোটা নগরীতে। স্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থা না থাকায় ওই সকল স্থানে যান চলাচলের নিয়ম মানা হয় না। এতে ছোট বড় দুর্ঘটনাও ঘটে থাকে হরহামেশা। নগরীর বিভিন্ন স্থানে ঘুরে পথচারি, যানচালক ও সাধারন যাত্রীদের সাথে আলাপ করে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ন আমতলার মোড়, বটতলা মোড়, জেলখানার মোড়, নতুন বাজার মোড়, নগর ভবনের সামনে, বিবি পুকুরের উত্তর পাড়, কাকলী হল মোড় ও লঞ্চঘাট এলাকায় দিনের প্রায় পুরো সময় জুরেই কম বেশি যানজট থাকে। গতকাল সোমবার এসএসসি পরীক্ষার শুরু ও শেষে এই স্থানে যানযটের চিত্র ছিল একরকমে ভয়াবহ। বৈধ ও অবৈধ থ্রি হুইলার এই যানজটের জন্য বড় ভুমিকা রাখলেও সাধারনের দাবী যদি এই স্থানে যানবাহনের চলাচল সর্বদা কঠোর ও নিয়মতান্ত্রিকতার মধ্যে নিয়ে আসা যায় তবে তা ফলপ্রসু হবে। এজন্য দরকার ওই স্থানে স্থায়ী ট্রাফিক ব্যবস্থা। ওই স্থানে ট্রাফিক পুলিশের মাধ্যমে তদারকি করলেও তা স্থায়ী নয়। পথচারীরা জানায়, নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে যে স্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমে যানচলাচল নিয়ন্ত্রন করা হয়, ঠিক এমন ভাবে যদি ওই সকল স্থানের যান চলাচল তদারকি করা হয় তবে বিড়ম্বনা অনেকটাই কমে যাবে। বটতলা মোড় এলাকায় দিনের যেকোন সময় অপসো স্যালাইন ঔষধ কোম্পানির বড় বড় ট্রাক যাতায়াত করে। স্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থা না থাকায় বটতলা মোড় থেকে এ সকল ট্রাক তাদের নিজেদের ইচ্ছে মত প্রবেশ করে এবং বের হয়। রাতে এ সকল ট্রাক তেমন সমস্যা না হলেও দিনে স্কুল কলেজ শুরু ও ছুটির সময় সমস্যায় পরিনত হয়। আমতলা মোড় এলাকায় চালকরা কোন ধরনের সংকেত ছাড়াই ইচ্ছে মত চলাচল করে। এতে ঘটে দুর্ঘটনা। নগর ভবনের সামনে স্থায়ী ট্রাফিক ব্যবস্থা না থাকায় থ্রি-হুইলার পথ আটকে রেখে তৈরি করে বিশাল যানজট। নতুন বাজার ও জেলখানার মোড়েও ঘটে প্রতিনিয়ত একই বিড়ম্বনা। লঞ্চঘাট এলাকায় মালামালবাহী ট্রাক ও থ্রি-হুইলার উভয়ই চলাচল করে নিয়ন্ত্রনহীন ও নিয়মকানুন ছাড়াই। তাই এই স্থানে যানযটের সমস্যা সর্বদা বলে জানিয়েছেন সাধারন পথচারীরা। তাদের দাবী নগরীর গুরুত্বপূর্ন এসকল স্থানে যদি স্থায়ীভাবে ট্রাফিক নিয়ন্ত্রনের ব্যবস্থা রাখা হয় তবে সমস্যা পুরোপুরি না হলেও কমে যাবে অনেকটাই। এ বিষয়ে আলাপের জন্য মহানগর ট্রাফিক পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT