সেদিন ৬৯ এর গণ অভ্যুত্থানের আন্দোলন না হলে বঙ্গবন্ধুকে ফাঁসির কাঠ গড়ায় দাড়াতে হত সেদিন ৬৯ এর গণ অভ্যুত্থানের আন্দোলন না হলে বঙ্গবন্ধুকে ফাঁসির কাঠ গড়ায় দাড়াতে হত - ajkerparibartan.com
সেদিন ৬৯ এর গণ অভ্যুত্থানের আন্দোলন না হলে বঙ্গবন্ধুকে ফাঁসির কাঠ গড়ায় দাড়াতে হত

3:11 pm , January 28, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ দেশব্যাপি ৬৯ গণ অভ্যুত্থানের নগরীর রাজপথে তৎকালীন ইষ্ট পাকিস্তান রেজিমেন্ট’র (ইপিআর) গুলিতে নিহত নগরীর একে স্কুলের নবম শ্রেনীর ছাত্র শহীদ আলাউদ্দিনের ৫১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সাবেক ও বর্তমান ছাত্রসহ পেশাজীবী নেতৃবৃন্দ। শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ বরিশাল জেলা শাখার আয়োজনে স্মরন সভা হয়। এতে সভাপতিত্ব করেন তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ আহবায়ক ও বিএম কলেজ ভিপি এ্যাড. খান আলতাফ হোসেন ভুলু। বক্তব্য রাখেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ সম্পাদক কমরেড অধ্যাপক নজরুল হক নিলু, গণ ফোরাম সভাপতি সাবেক ছাত্র নেতা এ্যাড. হিরন কুমার দাস মিঠুু, বরিশাল আসাদ পরিষদ সভাপতি ডাঃ মিজানুর রহমান, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, অধ্যাপক আমিনুর রহমান খোকন, ডাঃ মনিষা চক্রবর্তী, দেওয়ান আঃ রসিদ নিলু, সাবেক অধ্যক্ষ আঃ মোতালেব হাওলাদার, দেওয়ান আঃ রসিদ নিলু, কমরেড মোজাম্মেল হক ফিরোজ, একে স্কুল সভাপতি এ্যাড. গোলাম মাসউদ বাবলু, একে স্কুল প্রধান শিক্ষক এইচএম জসিম উদ্দিন, স্বম্পা দাস,নিলিমা জাহান ও একে স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী আকাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল আসাদ পরিষদ সম্পাদক রতন চক্রবর্তী। বক্তারা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নির্মিত লেবুখালী সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নাম করন সহ আলাউদ্দিনর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান একে স্কুলকে জাতীয় করনের দাবী জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT