সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

3:21 pm , January 18, 2020

নিজস্ব প্রতিবেদক \ সঞ্চয় সপ্তাহ উপলক্ষে “অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর” এ প্রতিপাদ্য নিয়ে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। সঞ্চয় ব্যুরোর আয়োজনে গতকাল শনিবার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে ওই র‌্যালি বের করা হয়। র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, বরিশাল সঞ্চয় ব্যুরোর উপ-পরিচালক আবু তালহা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস। প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া বলেন, সঞ্চয় করলে আপনারা লাভবান হবেন সে সাথে দেশও লাভবান হবে। আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে রাখেন এতে আপনারা দুঃ সময়ে সেই সঞ্চয়ের অর্থ কাজে লাগাতে পারবেন। এই মুজিব বর্ষে সঞ্চয় অধিদপ্তর দেশের উন্নয়নে ২৬ হাজার কোটি টাকার টার্গেট নিয়ে কাজ করবে। সে কারনেই আপনারা সঞ্চয় রাখলে সরকার তার কাজের গতিশীল বাড়াতে পারবে পাশাপাশি দেশ দেখবে আলোর মুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT