স্কুল থেকে ঝরে পড়ছে ১৮.০৬ ভাগ শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়ছে ১৮.০৬ ভাগ শিক্ষার্থী - ajkerparibartan.com
স্কুল থেকে ঝরে পড়ছে ১৮.০৬ ভাগ শিক্ষার্থী

2:57 pm , January 15, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ এখনও স্কুল থেকেই ঝরে পড়ছে এদেশের ১৮ দশমিক ছয় ভাগ শিক্ষার্থী। এই ঝরে পড়া রোধ করতে প্রাথমিক পর্যায়ে অধ্যায়নরত নি¤œমধ্যবিত্ত, নি¤œবিত্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করতে হবে। আর এই সহযোগিতার মাধ্যমেই হ্রাস পাবে ঝরে পড়ার হার। তারই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বেসরকারী সংস্থা ‘আশা’ শুধুমাত্র বরিশাল ডিভিশনের ৭৭টি ব্রাঞ্চে ১ হাজার ১’শ ৬০টি শিক্ষাকেন্দ্রে কার্যক্রম শুরু করেছে। শিক্ষাকেন্দ্রগুলোতে ১৪ হাজার ১’শ ১৮ ছাত্র, ১৫ হাজার ৯’শ ৯০ জন ছাত্রী মোট ৩০ হাজার ১’শ ৮ শিক্ষার্থী রয়েছে। বুধবার বরিশাল নগরীর ব্রাক লার্নিং সেন্টারে আশা’র প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আশা’র পরিচালক (প্রোগ্রাম) মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার, আশা’র সহকারী পরিচালক (প্রোগ্রাম) সুমন কর্মকার ও এডুকেশন ম্যানেজার মো. সামিউল হক।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রাথমিক পর্যায়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে। নি¤œবিত্ত, নি¤œমধ্যবিত্ত ও সুবিধা বঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনতে সহযোগিতা করতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে পরিবারের আর্থিক চাপ কমাতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে আরো কার্যকর ভূমিকা নিতে হবে। প্রাক-প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT