মুলাদী জনতা ব্যাংক থেকে বৃদ্ধার টাকা হাতিয়েছে প্রতারক মুলাদী জনতা ব্যাংক থেকে বৃদ্ধার টাকা হাতিয়েছে প্রতারক - ajkerparibartan.com
মুলাদী জনতা ব্যাংক থেকে বৃদ্ধার টাকা হাতিয়েছে প্রতারক

2:30 pm , January 13, 2020

 

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী জনতা ব্যাংক থেকে অভিনব কায়দায় বৃদ্ধার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, গতকাল সোমবার কাজিরহাট থানার ভংগা গ্রামের রাজ্জাক সরদারের স্ত্রী মায়ানুর বেগম (৫৫) বেলা পৌনে বরাটার সময় মুলাদী জনতা ব্যাংকে গিয়ে ২৫ হাজার টাকার একটি চেক জমা দেয়। ক্যাশিয়ার তাকে ২০টি এক হাজার টাকার নোট ও ৫০ টাকার নোটের ৫ হাজার টাকা দেন। তিনি টাকা হাতে নেয়ার পরই পাশ থেকে প্রতারক চক্রের এক সদস্য বলেন, খালাম্মা আপনার টাকা গুনে দেই, বৃদ্ধা টাকা গুনতে দিলে তিনি প্রতারক চক্রের সদস্য সুকৌশলে বিশ হাজার টাকার বান্ডেল সড়িয়ে ৫০ টাকার নোটের বান্ডেলের উপর ১ হাজার টাকার তিনটি নোট দিয়ে পেচিয়ে তার কাছে দিয়ে বলেন, আপনার টাকা ঠিক আছে। তখন বৃদ্ধার টাকার বান্ডেল সাইড ব্যাগে ঢুকিয়ে বাড়ী চলে যায়। বাড়ী গিয়ে দেখেন উপরে শুধু ৩টি হাজার টাকার নোট রয়েছে বাকীটা সব ৫০ টাকার নোট। তিনি তখন দৌড়ে ব্যাংকে এসে ব্যংক কর্মকর্তাকে বিষয়টি জানালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংক কর্মকর্তা মহিলার সাথে কথা বলতে দেখে প্রতারক চক্রের ঐ সদস্যকে চিহিৃত করেন। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে মায়ানুর বেগমের পরিবার। এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার জানান, গ্রাহক টাকা নিয়ে বাড়ী চলে যাওয়ার প্রায় ১ ঘন্টা পরে আবার ব্যাংকে এসে বিসয়টি জানান, আমি তখন ভিডিও ফুটেজ দেখে তার সাথে কথা বলা ব্যক্তিকে চিহিৃত করলেও তাকে অনেক খোজাখুজি করে ব্যাংকে পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT