পৌরসভার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই- মেয়র-রুবেল পৌরসভার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই- মেয়র-রুবেল - ajkerparibartan.com
পৌরসভার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই- মেয়র-রুবেল

3:11 pm , January 12, 2020

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী পৌরসভার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই উল্ল্যেখ করে পৌরসভার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল। গতকাল সকাল ১০টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় স্টেডিয়াম মাঠে মুলাদী কলেজ গেট থেকে থানার পুরাতন গেট পর্যন্ত সড়কের আর সি সি কাজ ও ড্রেনের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করে বিশিষ্ঠ সমাজ সেবক হাজী আঃ জব্বার খান। এসময় বক্তব্য রাখেন, মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও অনলাইন রুপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনকি সম্পাদক আবুল বাসার খান, উপজেলা ইমাম সমিতির সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, বন্দর ইজারাদার বাবুল সিকদার, আওয়ামীলীগ নেতা ইমরান হোসেন ভুইয়া, পৌরসভা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর আঃ বারেক সরদার, সংরক্ষিত কাউন্সিলর মমতাজ বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মিঠু হাওলাদার, আলরাজী ইন্টার ন্যাশনাল স্কুলের পিন্সিপাল হুমায়ুন কবির, মহিলা কলেজের অধ্যক্ষ ইব্রাহীম হোসেন, যুবলীগ নেতা বাবুল চৌকিদার, কাজী কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক কাজী মুরাদ হোসেন, ছাত্রলীগ নেতা জহির মল্লিক, তিলক খান, পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ চৌকিদার। উদ্বোধনী অনুষ্ঠানে মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল তার বক্তব্যে তিনি উক্ত সড়কটি প্রেসক্লাবের নামে নাম করন করার জোর দাবী জানালে পৌর মেয়র শফিক উজ্জিামান রুবেল তার বক্তব্যে সড়টিকে প্রেসক্লাব সড়ক হিসেবে ঘোষনা করেন। উক্ত সড়কটি মুলাদী প্রেসক্লাবের নামে নাম করন করায় মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেলকে মুলাদী উপজেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT