পুলিশ সুপারের বিরুদ্ধে রিভার ক্যাফের মালিকের সংবাদ সম্মেলন পুলিশ সুপারের বিরুদ্ধে রিভার ক্যাফের মালিকের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
পুলিশ সুপারের বিরুদ্ধে রিভার ক্যাফের মালিকের সংবাদ সম্মেলন

2:59 pm , January 7, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মামলা দায়েরের পর এবার বরিশাল জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নগরীর চাইনিজ রেষ্টুরেন্ট “দি রিভার ক্যাফে” স্বত্ত্বাধিকারী বাপ্পী রঞ্জন রায়। তিনি বললেন, পুলিশ সুপার আইনের লোক হয়েও বে আইনী কাজ করছেন। এছাড়াও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চ আদালত অবমাননার অভিযোগ করেছেন বাপ্পি। এছাড়া পুলিশ সুপারের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বাপ্পি। গতকাল দুপুরে রিভার ক্যাফে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, রেষ্টুরেন্ট ভবনের জমি পুলিশ লাইনের। সরকারী প্রতিনিধি হিসাবে তার মালিক জেলা পুলিশ সুপার। ২০০৮ সালের ২৭ মার্চ তৎকালীন পুলিশ সুপারের সাথে ভাড়াটিয়া চুক্তিপত্র সম্পাদিত হয়। যার মেয়াদ ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ রাখা হয়। এর মধ্যে ব্যবসায়িক প্রয়োজনে ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করে রেষ্টুরেন্টের আনুসঙ্গিক সংস্কার করা হয়। যে কারনে পরবর্তীতে চুক্তিপত্র ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়। এই চুক্তির সময়ের মধ্যে পুলিশ সুপারের সাথে সুস্পর্ক বজায় থাকায় ২০১৩ সালের ৩ অক্টোবর চুক্তির মেয়াদ ২০২৮ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। ডিআইজির চিঠির প্রেক্ষিতে ২০১৬ সালের ১২ জানুয়ারী পুলিশ হেডকোয়াটার্স পুলিশ সুপারের সাথে সর্বশেষ চুক্তিপত্র বাতিল ঘোষনা করা হয়। পরে পুলিশ সুপারের পক্ষ থেকে সে চিঠি তার কাছে পাঠানো হয়। যে চিঠি চ্যালেঞ্জ করে একটি রীট করা হয়। উচ্চাদালত চুক্তিপত্র বাতিলের আদেশ স্থগিত রাখার নির্দেশ দেয়। এই আদেশ থাকা অবস্থায় গত বছরের ৩ নভেম্বর পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ক্যাফেটরিয়ার পিছনের অংশ জরুরী ভিত্তিতে অপসারন করার জন্য চিঠি দেয়। যা বেআইনি। এ কারনে গত ৫ জানুয়ারী সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করা হয়। এর পরই পুলিশ সুপার আমার ব্যবসা প্রতিষ্ঠানের পানির সংযোগ বিচ্ছিন্ন করে। এ ঘটনা উচ্চ আদালত অবমাননা ও বেআইনি বলে দাবি করেন বাপ্পি। এ বিষয়ে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারী কাজের জন্য ক্যাফেটরিয়ার পিছনের ১২ ফুট জমি দরকার। যা দিতে সে বাধ্য। শুধু ১২ ফুট ছেড়ে দেয়ার জন্য তাকে বলা হয়েছে। কিন্তু তিনি মামলাসহ যা করছেন তা দুঃখজনক। তিনি ক্ষমতার দাপট দেখাচ্ছেন। স্বরাষ্টমন্ত্রীসহ বিভিন্ন প্রভাবশালী লোককে দিয়ে ফোন করাচ্ছেন। তিনি আরো বলেন, ২০১৩ সালে চুক্তিপত্রটি বাড়িয়ে এক লাফে ২০২৮ সাল পর্যন্ত করা হয়। যা অস্বাভাবিক বটে। পুলিশ সুপার বলেন আমি ঢাকায় আছি। ফিরেই বিষয়টি পরিস্কার এবং একই সাথে সুরাহা করার চেষ্টা করা হবে। এদিকে ক্যাফেটরিয়ার পানি সংযোগ বিচ্ছিন্ন করায় হোটেলের ব্যবসায় মন্দা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাপ্পী। তিনি অবিলম্বে পানি লাইন পুন:সংযোগ দেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT