পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়াতে প্রকাশিত বই উপহার পেলেন কাজী মিরাজ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়াতে প্রকাশিত বই উপহার পেলেন কাজী মিরাজ - ajkerparibartan.com
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়াতে প্রকাশিত বই উপহার পেলেন কাজী মিরাজ

2:55 pm , January 5, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে ‘দৈনিক পরিবর্তনের’ প্রকাশক কাজী মিরাজের হাতে সবুজ আন্দোলন বরিশালের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়েছে। গতকাল রোববার “৬৩ ডিগ্রি সেলসিয়াস” নামের বইটি তুলে দেন সবুজ আন্দোলন বরিশাল জেলার গুরুত্বপূর্ণ সদস্য নাভিদ নাসিফ। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে ৬৩ ডিগ্রি সেলসিয়াস গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। গ্রন্থের প্রবন্ধ ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাক যুগান্তর, জনকণ্ঠ, সমকাল, ভোরের কাগজ বাংলাদেশ প্রতিদিন, মানকন্ঠ ও আমাদের সময় পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রকাশিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের অর্থায়নে বইটি প্রকাশ করে শরৎ পাবলিকেশন্স। বইটির মূল্য দেড়শ’ টাকা। বইটির লভ্যাংশ সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটি তাদের কাজের অংশে ব্যবহার করবে। খবর বিজ্ঞপ্তির

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT