ইলিশ শিকারে ২৭ জেলের জেল-জরিমানা ইলিশ শিকারে ২৭ জেলের জেল-জরিমানা - ajkerparibartan.com
ইলিশ শিকারে ২৭ জেলের জেল-জরিমানা

2:55 pm , October 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করায় বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৩ টি নৌকা ও প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় মা ইলিশ ধরার অপরাধে ২১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ছয়জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলা জুড়ে এ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৪৬৪ কেজি ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়েছে। পাশাপাশি অভিযানে জব্দকৃত সব অবৈধ জাল পুরিয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদী, বানারীপাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলাধীন নদ-নদীতে নৌ-পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, নৌ-বাহিনী সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। পাশাপাশি স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT