অনিয়মের অভিযোগে জাপা প্রার্থীর সংবাদ সম্মেলন অনিয়মের অভিযোগে জাপা প্রার্থীর সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
অনিয়মের অভিযোগে জাপা প্রার্থীর সংবাদ সম্মেলন

2:40 pm , October 15, 2019

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেণ জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হানিফ মিয়া। গতকাল বিকাল ৪টায় চানপুর ইউনিয়নে তার নিজ বাড়িতে মেহেন্দিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে প্রার্থী হানিফ মিয়া বলেন, ১৪ই অক্টোবর অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি পরাজিত হলেও অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় আমি যেই ভোট পেয়েছি তাতে আমি নিজেকে বিজয়ী মনে করি। নির্বাচনে ২১৮৬১৬ ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৪৫৭৫৭ জন, যাহা গণতন্ত্রের জন্য কাম্য নয়। প্রায় ৮০% ভোটার ভোটদান থেকে বিরত ছিলো, যাহা গণতন্ত্রের জন্য হুমকি বলে আমি মনে করি। এই নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সঠিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করতে হবে। নির্বাচনে আমার অনেক এজেন্টকে হুমকি, ধামকি দিয়ে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি এবং অনেক এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনাররা স্বচ্ছতা দেখালেও ভিতরে প্রিজাইডিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের কারণে নির্বাচনে স্বচ্ছ হয়নি বলে আমি মনে করি। লাঙ্গল প্রতীকে ভোট দিতে গিয়ে অনেকেই নির্যাতনের শিকার হয়েছে বলে জানান তিনি। আমি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করে ছাত্র রাজনীতি করেছি। সেই বঙ্গবন্ধুর নৌকা প্রতীক রেখে আওয়ামীলীগ নেতৃবৃন্দ অন্য প্রতীকে ভোট দিবে এটি আমাকে ব্যথিত করেছে। আমি প্রশাসনকে নয়, জনগণের ভালোবাসা নিয়েই জনগণের কল্যানে কাজ করে যেতে চাই। এসময় তিনি পূর্ন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেণ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আবু মূসা, নির্বাচন সমন্বায়ক মোঃ আলাউদ্দিন মিয়া সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT